অভিনেতা পবন কল্যাণ ঐতিহাসিক ভাবে অন্ধ্র প্রদেশের বিধানসভায় জয়ী হলেন। নিজের রাজনীতির অধ্যায়ের একটি সফল অধ্যায় শুরু করলেন। আর তারপরই সেই রাজ্যের জনসেনা দলের তরফে উদযাপনে ভাসলো। কিন্তু এদিন তিনি সেরা অভ্যর্থনা পেলেন তাঁর স্ত্রীর থেকেই।
আরও পড়ুন: ভোটের ফলাফল আগেই ভাইরাল শিলাজিতের ভিডিয়ো, দেবের প্রশংসায় বলেছিলেন, 'এরম রাজনীতিক আরও প্রয়োজন...'
পবন কল্যাণের স্ত্রী একজন বিদেশি, ইটালিয়ান। এদিন অভিনেতা তথা জন্যসেনার প্রধান বাড়ি ফিরতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁর স্ত্রী আন্না। শুধুই কি তাই সেই অভ্যর্থনায় ছিল ধর্মীয় ছোঁয়াও।
আরও পড়ুন: 'এবার অন্য কাউকে ব্যাগ গুছিয়ে পালাতে হবে', বিপুল ভোটে এগিয়ে যেতেই বিক্রমাদিত্যকে আক্রমণ শানালেন কঙ্গনা
বাড়ি ফিরতেই কী কী অভ্যর্থনা পেলেন পবন কল্যাণ?
পবন কল্যাণ যিনি কিনা জনসেনা পার্টির প্রধান তিনি পিঠাপুরম বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজয়ী হয়েছেন অন্ধ্র প্রদেশে। তিনি YSR কংগ্রেস পার্টির প্রার্থী ভাঙ্গা গীতাকে ৭০ হাজার ভোটে পরাজিত করেছেন। যখনই তাঁকে জয়ী ঘোষণা করা হয় তখনই তাঁর পরিবার তাঁর জন্য এক দুর্দান্ত, উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। ইতিমধ্যেই তার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিয়োতে দেখা হচ্ছে আন্না ইমোশনাল হয়ে পড়েছেন যখন তাঁর স্বামী ভোটে জয়ী হয়ে বাড়ি ফেরেন।
আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে আন্না পবন কল্যাণের জন্য বরণের আয়োজন করেছেন। তাঁর স্ত্রী যখন তাঁর আরতি করছিলেন তখন সেখানে চুপচাপ দাঁড়িয়ে ছিলেন পবন। এরপর আন্না পবনের কপালে তিলক লাগালে তিনি ঘরে প্রবেশ করেন।
শুধু পবন সিংয়ের বর্তমান স্ত্রী নন, তাঁর প্রাক্তন স্ত্রী রেনু দেশাই এবং তাঁর ছেলেও ভোটের রেজাল্ট শুনে ইমোশনাল হয়ে পড়েছেন।
আরও পড়ুন: ভোটে জিতেই গাছ লাগানোর আশ্বাস দেবের, বললেন, 'যত ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাব বর্ষার আগেই'
এই বিষয়ে বলে রাখা ভালো এবার অন্ধ্র প্রদেশে ২১ টি বিধানসভা এবং ২ টি লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিল পবন কল্যাণের জনসেনা দল। আর প্রতিটি আসনেই তাঁরা বিজয়ী হয়েছেন।