ব্রেন টিউমারের মতো গুরুতর রোগের চিকিৎসাতেও সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। চিকিৎসকদের অস্ত্রোপচার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবে নয়া এআই মডেল। সম্প্রতি হার্ভার্ড মেডিক্যাল স্কুলের বিজ্ঞানীদের তৈরি রোবট টিউমারের ডিএনএ নিমেষে পরীক্ষা করতে সক্ষম। অস্ত্রোপচারের সময় এই গুণকেই কাজে লাগানো হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। ডিএনএ বিশ্লেষণ অস্ত্রোপচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই কাজেই সাহায্য করবে হার্ভার্ড বিজ্ঞানীদের তৈরি মডেল। তবে এটুকুই শুধু নয়, এর পাশাপাশি সার্জারি নিয়ে দরকারি পরামর্শ দেবে রোবটটি। জানিয়ে দেবে সার্জারির সময় জরুরি নানা তথ্য।
আরও পড়ুন: মগজের দৌড়ে মানুষকেও হার মানায় মৌমাছি! ভবিষ্যৎ নিয়ে মজার কথা জানালেন বিজ্ঞানীরা
আরও পড়ুন: Tan removal tips: হেঁশেলের উপকরণেই দূর হবে ট্যান, ৫ জিনিস সব সময় মজুত রাখুন ঘরে
বিজ্ঞানীদের কথায়, টিউমার অস্ত্রোপচারের সময় জিনের চারপাশে থাকা একটি বিশেষ স্তর সম্পর্কে তথ্য খুব জরুরি। এই স্তরের জন্যই দ্রুতগতিতে বাড়তে থাকে টিউমার। ফলে সেই সম্পর্কে তথ্য পেলে অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। প্রধানত ওই স্তরের তথ্যগুলিই বিশেষ প্রক্রিয়ায় বিশ্লেষণ করবে মডেল রোবট। সেই তথ্য খতিয়ে দেখেই অস্ত্রোপচার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবে রোবটটি। এর ফলে চিকিৎসকদের কাজ আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে যাবে বলে জানাচ্ছেন হার্ভার্ডের বিজ্ঞানীরা। প্রসঙ্গত, রোবটের এই কাজটিই চিকিৎসকদের করতে বর্তমানে সময় লেগে যায় প্রায় বেশ কয়েক সপ্তাহ। এর জন্য মস্তিষ্ক থেকে কলাকোষ নিয়ে তাকে সংরক্ষণ করতে হয়। এর পর মাইক্রোস্কোপের সাহায্যে চলে পরীক্ষানিরীক্ষা। এই গোটা প্রক্রিয়ায় নানারকম বাধাবিপত্তিও হতে পারে। ব্যর্থও হতে পারে পরীক্ষা। তবে নয়া রোবট অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে অস্ত্রোপচার চলাকালীন করে দেবে সেই কাজ। মুহূর্তের মধ্যে করা হয়ে যাবে বেশ কয়েক সপ্তাহের কাজ!