২০১৬ সালে শুরু হয়েছিল কলকাতা দুর্গা পুজো কার্নিভাল। যদিও মহামারীর কারণে ২০২০ এবং ২০২১ সালে বন্ধ ছিল কার্নিভাল। তবে ২০২২ সাল থেকে ফের কলকাতায় কার্নিভালের আয়োজন করা হয়েছিল, তারপর থেকে প্রতি বছর ধুমধাম করে কার্নিভালের আয়োজন করা হয় কলকাতায়। এবার কলকাতার ধাঁচে দুর্গাপুজো কার্নিভাল হতে চলেছে হুগলি জেলার শ্রীরামপুরে।
শ্রীরামপুরের কার্নিভালে ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর এবং বৈদ্যবাটি পুর এলাকার বাছাই করা কিছু পুজো কমিটি অংশগ্রহণ করবে। মাহেশের স্নানপিঁড়ি মাঠ থেকে এই কার্নিভাল শুরু হবে এবং শেষ হবে বটতলায়। গোটা জিটি রোডকে সাজিয়ে তোলা হবে ঐদিন।
জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবার শ্রীরামপুরে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ১৪ অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা এই কার্নিভালকে নিয়ে ইতিমধ্যেই জেলা পুলিশ এবং প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে শ্রীরামপুরের এসডিও অফিসে।
(আরও পড়ুন: সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে?)
শুক্রবার এসডিও অফিসের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, বৈদ্যবাটি এবং ডানকুনি পৌরসভা পুর প্রধানরা। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শ্রীরামপুর মহকুমার অধীনে থাকা বিভিন্ন পুর এলাকার মোট ২০টি বারোয়ারি দুর্গাপুজো কমিটিকে এই কার্নিভালে যোগ দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে।
মাহেশ থেকে শুরু করে বটতলা অব্দি কার্নিভাল চলার পর সমস্ত প্রতিমা গঙ্গার ঘাটের দিকে চলে যাবে। শ্রীরামপুরে প্রথম অনুষ্ঠিত হওয়া এই কার্নিভালকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। কলকাতার পর শ্রীরামপুরকে কার্নিভালের জন্য বেছে নেওয়া হয়েছে, তাতে ভীষণ খুশি শ্রীরামপুরবাসী।
শ্রীরামপুরের পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং, পুরসভার পুর প্রধান গিরিধারী শাহ ইতিমধ্যেই রাস্তাঘাটের সংস্কারের দিকে নজর দিয়েছেন। পুরো ব্যাপারটি যাতে শৃঙ্খলা এবং নিয়মাবর্তিতার মধ্যে সম্পন্ন হয়, তার জন্যই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সমস্ত বিষয়ে। কার্নিভালের দিন থাকবে বাড়তি পুলিশি নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হবে। চালু থাকবে উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল পরিষেবা।
(আরও পড়ুন: তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের)
শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকল জেলাবাসীকে উৎসবের মেজাজে রাস্তায় নামার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সমস্ত মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে কার্নিভালে অংশগ্রহণ করেন, সেই আমন্ত্রণও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় হওয়া এই কার্নিভাল সমস্ত রাজ্যবাসীর কাছে গৌরবের বিষয় বলেই মনে করেছেন শ্রীরামপুরের সাংসদ।