বাংলা নিউজ > বায়োস্কোপ > 'মৃত্যু কোনও মজা নয়', পুনম পান্ডের কাণ্ডে ক্ষুব্ধ বিবেক অগ্নিহোত্রী-কুশা কপিলারা, সমর্থন করে রাম গোপাল কী বললেন?
'মৃত্যু কোনও মজা নয়', পুনম পান্ডের কাণ্ডে ক্ষুব্ধ বিবেক অগ্নিহোত্রী-কুশা কপিলারা, সমর্থন করে রাম গোপাল কী বললেন?
2 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2024, 03:20 PM ISTSubhasmita Kanji
Poonam Pandey Fake Death: গতকাল আচমকাই প্রকাশ্যে আসে যে পুনম পান্ডে আর নেই। তাঁর অফিসিয়াল প্রোফাইলের তরফেই জানানো হয় সেই কথা। কিন্তু রাত পোহাতে না পোহাতেই বদলে গেল ঘটনা! জানা গেল সবটাই মিথ্যে। কী বলছেন সেলেবরা?
গতকাল আচমকাই প্রকাশ্যে আসে যে পুনম পান্ডে নাকি মারা গেছেন। এই মডেল তথা অভিনেত্রীর এ হেন মৃত্যুর খবরে স্তম্ভিত হয়েছিলেন সকলেই। প্রাথমিক ভাবে বিশ্বাসও করা যায়নি। কিন্তু যখন তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খবরটা জানানো হয় তখন অনেকেই সেটা বিশ্বাস করেন। কিন্তু রাত পোহাতে না পোহাতেই বদলে যায় গোটা দৃশ্য। শনিবার, ৩ জানুয়ারি সকালে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুনম জানান তিনি মারা যাননি। বরং বহাল তবিয়তে, সুস্থই আছেন। আর নিজে স্বজ্ঞানে, ইচ্ছাকৃত ভাবে নিজের মৃত্যুর খবর রটিয়েছিলেন তাও একটা বার্তা দিতে! আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে রীতিমত তুলোধনা করেছেন সেলেবরা। মৃত্যুর নিয়ে মজা করায় অনেকেই সেটা মানতে পারেননি।
পুনম পান্ডের স্বীকারোক্তি ভিডিয়ো
পুনম পান্ডে এদিন একটি ভিডিয়ো পোস্ট করে সকলে সত্য ঘটনা প্রকাশ্যে এনে জানান 'আমি বেঁচে আছি। আমি জরায়ুর ক্যানসারে মারা যাইনি। কিন্তু আমি না মারা গেলেও বহু মহিলা এই রোগে মারা যান অথচ কারও মধ্যে কোনও সচেতনতা নেই এই রোগটি নিয়ে।' তাই সকলের নজর কাড়তে, বার্তা দিতে তিনি নিজের মৃত্যুর ভুয়ো খবর রটিয়েছেন বলেই জানান।
মৃত্যু নিয়ে মজা! সে যতই গুরুতর বার্তা দেওয়ার জন্য হোক না কেন এভাবে মৃত্যু নিয়ে মজা করায় বিষয়টা অনেকেই মেনে নিতে পারছেন না। বলিউডের একাংশ বিষয়টা মোটেই ভালো ভাবে নেননি।
এই বিষয়ে ডিজাইনার সৈশা শিন্ডে বলেন, 'জাস্ট অসহ্য! আমি ওকে বন্ধু বলে ডেকেছিলাম। ও আসলে বন্ধু হওয়ার যোগ্য নয়। এটাকে সচেতনতা বলে? ছিঃ! মৃত্যু মজা নয়। মৃত্যু কোনও পাবলিসিটি স্টান্ট নয়। তোমার লজ্জা হওয়া উচিত। এটার জন্য তোমায় কোনদিন ক্ষমা করব না।' তবে বর্তমানে তিনি এই পোস্ট ডিলিট করে দিয়েছেন।
চিত্রনির্মাতা রাম গোপাল ভার্মা এই বিষয় নিয়ে টুইট করে লেখেন, 'তুমি যেভাবে মানুষের নজর কাড়তে চাইলে এই বিষয়ে সেটা নিয়ে বিতর্ক হবে। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে বিষয়টা কিন্তু এবার সবার চোখে পড়বে। জরায়ুর ক্যানসার নিয়ে আলোচনা এখন সব জায়গায়। ভালো থেকো। সুস্থ থাকো।'
কুশা কপিলা এই বিষয়ে বলেন, 'এটার নেপথ্যে কেউ আছে। কেউ আইডিয়া নিয়ে এসেছিল আর সেটা কাজে লেগে গিয়েছে।' ঋদ্ধি ডোগরাও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি লেখেন, 'আমি ওর পিআর টিমকে দোষ দিতে চাই না। ওরা এই ভাবনাটা বুঝেই ভেবেছিল। আমি মিডিয়া এবং সাংবাদিকদের দোষ দেব যাঁরা ভেরিফাই না করেই এটাকে প্রচার করেছেন।'