স্বরা ভাস্কর দীর্ঘদিন ধরে চেহারা নিয়ে নানা কটাক্ষের শিকার হয়েছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। তারপর স্বাভাবিক ভাবেই বেশ কিছুটা ওজন বেড়ে যায় তাঁর। আর এই ওজন বেড়ে যাওয়ার কারণে নানা কটূক্তি শুনতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই স্বরা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তুলনা টেনেছেন। কারণ ঐশ্বর্যকেও তাঁর সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়া নিয়ে কঠোর সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল।
ঐশ্বর্যর সৌন্দর্য্যে পাগল গোটা দুনিয়া, তাঁকে অনেকে ভালোবেসে 'রাইসুন্দরী' বলেও ডাকেন। স্বরার মতে, তাঁকে যদি নেতিবাচক মন্তব্যের মুখোমুখি পড়তে হয় তবে স্বরার এই ধরনের মন্তব্যের মুখোমুখি হওয়া আশ্চর্যজনক কিছু নয়।
আরও পড়ুন: অনুরাগীর ঠোঁটে চুমু খেয়ে বিতর্কে উদিত! 'বন্ধু আমার খিলাড়ি…' গায়ককে বাহবা অভিজিতের
বিবিসি নিউজ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরা এই প্রসঙ্গে নানা কথা বলেছেন। তিনি বলেন, ‘সব সময় মহিলাদের নানা মন্তব্যের শিকার হতে হয়, বিশেষ করে তিনি যদি গ্ল্যামার জগতের কেউ হন। তিনি কি কখনও একা থাকতে পারে না? তিনি কী করছেন? কীভাবে করছেন? তাঁর কী পছন্দ? সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। সব সময়ই কি এত কিছু যাচাই বাছাই করে করা যায়? তিনি নিশ্চয়ই কোনও একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যা অন্যদের বোঝা সম্ভব নয়।’
আরও পড়ুন: বাবার কাঁধ ছাড়িয়েছে মিশুক! ১২ বছর পর সরস্বতী পুজোয় পাশে ছেলে, আবেগঘন প্রসেনজিৎ
মেয়ে আরাধ্যার জন্মের পর ঐশ্বর্যকেও তাঁর চেহারা নিয়ে নানা মানুষের কটূক্তির শিকার হতে হয়েছিল, সেই প্রসঙ্গ টেনে স্বরা বলেন, ‘আমার মনে আছে ঐশ্বর্য রাই যখন তাঁর সন্তানের জন্ম দেন তারপর তাঁর ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় তা নিয়ে ওঁকে অনেক নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছিল৷ ওঁর একটা সাক্ষাৎকারে দেখেছিলাম। সেখানে তাঁকে এই সব বিষয় নিয়ে নানা নেতিবাচক কথা জিজ্ঞাসা করা হচ্ছিল। ওঁর জায়গায় অন্য কেউ থাকলে কী যে করতেন জানি না, তিনি হয়তো ভীষণ রেগে যেতেন। তবে ঐশ্বর্য বলেই ওই পরিস্থিতিতেও নিজেকে সংযত রেখেছিলেন। সবটা সামলে নিয়েছিলেন।’
স্বরা আরও বলেন, ‘আমার মনে আছে যে তিনি বলেছিলেন, ‘আমি শুধু আমার সন্তানের সঙ্গে আমার জীবনযাপন করছিলাম... আমার বাস্তব জীবন।’ তিনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। ওঁর এই কথা আমার মনের মধ্যে রয়ে গিয়েছে। অথচ এই মানুষটাই একসময় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর খেতাব জিতে ছিলেন। তিনি আক্ষরিক অর্থেই এই শিরোপার যোগ্য। কিন্তু সকলে তাঁকেও রেহাই দেয়নি, তাহলে আমি কে?’