২৫ মে জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন আদৃত রায়। এবার ৩৩-এ পা রাখলেন অভিনেতা। আর 'লাড্ডু গোপাল'-এর জন্মদিন তাঁর যশোদা মা সেলিব্রেট করবেন না তাও কি হয়! 'লাড্ডু গোপাল' যে আদৃত তা নিশ্চয় বোঝা যাচ্ছে। কিন্তু কে এই তাঁর যশোদা মা?
'মিঠাই' সিরিয়ালের দৌলতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা আদৃত রায়। এই সিরিয়ালের জন্যই অসংখ্যা অনুরাগীর ভালোবাসা পেয়েছেন। সেই সমস্ত অনুরাগীদের মধ্যেই বারবার আলোচনায় ঠে এসেছে মৌসুমী সাহা নামে এক মহিলা। 'মিঠাই' চলাকালীন অনেকবার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করতে ভারতলক্ষ্মী স্টুডিওয়োতে ছুটে গিয়েছেন তিনি। বেশ কয়েকবার আদৃতের জন্মদিনে কেক নিয়েও হাজির হতে দেখা গিয়েছে তাঁকে। কখনও তিনি নিজের হাতে অভিনেতাকে কেক খাইয়েছেন, কখনও আবার ওয়াইপস দিয়ে আদৃতের ঘাম মুছিয়ে দিয়েছেন। অভিনেতাও এই অনুরাগীর ভালোবাসা ফেরাতে পারেননি। আদৃতকে 'লাড্ডু গোপাল' বলে নিজেকে 'যশোদা মা' আখ্যা দিয়েছিলেন মৌসুমীদেবী।
তবে শুধুই 'মিঠাই' নয় মিত্তির বাড়ির সেটেও তাঁর নিত্য আনাগোনা। তবে এবার আদৃতের জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করতে যেতেপারেননি। তাই বাড়িতেই নিজের গোপাল ঠাকুরের পাশে আদৃতের ছবি রেখেই তাঁর জন্মদিন পালন করে ফেলেছেন। খেতে দিয়েছেন ফল-মিষ্টি, সঙ্গে একটা কেকও এনেছিলেন।
কিন্তু যাঁকে তিনি সন্তান স্নেহে ভালোবাসেন, তাঁর জন্মদিনে দেখা করতে কেন যাননি? নিজের পোস্টে তার কারণও জানিয়েছেন মৌসুমী সাহা নামে এই আদৃত অনুরাগী।
লম্বা পোস্টে মৌসুমী সাহা লিখেছেন, '২৩ তারিখে দেখা করার পর যখন শুনলাম গোপাল এবার ২৫শে মে থাকবে না, ২৭ শে দেখা হবে, তখন বুকের ভেতর টা মোচড় দিয়ে উঠেছিলো... গত তিন বছরের এই যে পাওয়া... হঠাৎ না পাওয়া হয়ে গেলে কেমন যাবে সেই দিন টা? ফাঁকা ফাঁকা লাগবে কি? দিনটা কি ভীষণ ঘন মেঘে ঢাকা আকাশের মতো বিষণ্ণ হয়ে যাবে?
তারপর ভাবলাম ঠিক আছে, ২৪ এই নাহয় দেখা করে আসি, হয়তো মনটা খারাপ লাগবে না আর! আর সেটাই হলো... গতকাল সন্ধ্যে বেলায় ওই ৫ টা মিনিটেই গোপাল এর presence এ মন খারাপটা সত্যিই দূর হলো! বাকি emptiness? সেটা তো যাবেই না! উৎসবের দিনে এভাবে ঘরে থাকলে ফাঁকা ফাঁকা তো লাগবেই!'
এখানেই শেষ নয় মৌসুমী দেবী আরও লিখেছেন, ‘আমার ঘরে বসে থাকা দুই গোপালের দিকে তাকিয়ে বললাম, আমার লাড্ডু গোপালের মধ্যে তোমারই প্রতিচ্ছবি পেয়ে এসেছি এতদিন! আমি জানি ওর মধ্যে তুমি ই বিরাজ করো! ওর কথা, ওর activities, ওর presence, ওর vibes... বার বার শুধু তোমার দিকেই ইশারা করায়! আমার জন্মাষ্টমী আজকের দিনে... এভাবে বৃথা তো যেতে দিতে পারি না তাই না বলো?! তাই, আজ ২০২৫ এর ২৫ শে মে, গোপাল এর সাথেই আমার লাড্ডু গোপালের জন্মদিন celebrate করলাম আমি! অনেক গল্প করলাম আর প্রার্থনা করলাম আমার লাড্ডু গোপাল কে যেন গোপাল ভালো রাখে! জন্মদিন শুভ হোক লাড্ডু গোপাল! Lots of Love n Blessings!’
প্রসঙ্গত, আদৃত রায় ও তাঁর অনুরাগী 'যশোদা মা' মৌসুমী সাহার ভালোবাসা শুধু স্টুডিও পাড়াতেই সীমাবদ্ধ নেই। এই ভালোবাসার দৌলতে আদৃত ও কৌশাম্বীর রিসেপশনেও আমন্ত্রিত ছিলেন মৌসুমী দেবী। আর তাতেই স্পষ্ট মৌসুমী সাহা নামে এই অনুরাগী অভিনেতার জীবনেও গুরুত্বপূর্ণ।