আরিয়ান খানের বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড D'YAVOL X রবিবার থেকে তাঁর পথচলা শুরু করে। লাইভে আসে ওয়েবসাইট। আর তারপর থেকেই ট্রোল হচ্ছে শাহরুখের ছেলের পোশাকের ব্র্যান্ড। শাহরুখ-আরিয়ান গত কয়েকদিন ধরেই ব্যস্ত তাঁদের পোশাকের ব্যবসা নিয়ে। ছেলের ব্যবসায় মডেলিংও করছেন কিং খান।
এক তো ওয়েবসাইট লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রাশ করে যায়। একাধিক লোক একসঙ্গে অ্যাক্সেস করার চেষ্টা করতেই শুরু হয় গোলমাল। ব্র্যান্ডটি টুইটারে এরপর একটি স্ট্যাটাস আপডেট করে লেখে, ‘আমরা খুব বেশি পরিমাণে ট্রাফিক এবং চেকআউটের সম্মুখীন হচ্ছি। অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন।’ পরে, তারা ঘোষণা করে যে সাইটটি আবার লাইভ হয়েছে এবং ব্যবহারকারীরা সাইটটি সহজেই অ্যাক্সেস করতে পারবেন।
তবে পোশাকের দাম দেখেই এরপর মাথায় হাত ওঠে। টুইটারে শুরু হয় ট্রোল। একাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা দাম দেখে বেশ হতবাক হয়ে পড়েন। কমেন্ট সেকশনে যা উগড়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘খান সাহেব আমি আমার একটি কিডনি বিক্রি করলেও একটা টি-শার্ট কিনতে পারব না’। আরেকজন লিখলেন, ‘দাম দেখতে এসেছিলাম। দাম দেখা হয়ে গেছে। চলে যাচ্ছি।’ তৃতীয়জন লিখলেন, ‘এসব পাগলামি। এত দাম দিয়ে পোশাক কেনে কারা আমি তাদের দেখতে চাই।’ চতুর্থজন লিখলেন, ‘টি-শার্ট ২৪ হাজার, জ্যাকেট ২ লাখ! এসবের কী মানে!’
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট Diet Sabya যারা ফ্যাশন নিয়ে কাজ করে, আরিয়ানের ওয়েবসাইট নিয়ে নিজেদের মতামত জাহির করেছে ইনস্টাগ্রামে। D'YAVOL X স্টোর থেকে একাধিক পোশাকের স্ক্রিনশট শেয়ার করে নেয়। যেখানে দেখা যাচ্ছে প্রিন্টেড ডিজাইনের একটি সাদা টি-শার্ট, দাম ২৪ হাজার। আরেকটি কালো হুডির দাম ছিল ৪৫ হাজার ৫০০ টাকা। একটি লেদার জ্যাকেটের দাম ২ লাখের বেশি। ক্যাপশনে লেখা ছিল, ‘What is going on? Who the f**k has done costing for this just want to have a word’। অর্থাৎ, ‘এসব কী হচ্ছে? কে এইসব পোশাকের দাম নির্ধারণ করেছে তার সঙ্গে কথা বলতে চাই।’

Diet Sabya-র ইনস্টা স্টোরি।
আপাতত প্রিমিয়াম হুইস্কি আর পোশাকের ব্যবসা করছেন শাহরুখের বড় ছেলে। খুব জলদি পরিচালক হিসেবেও ডেবিউ করবেন। খবর রয়েছে, আরিয়ানের ওয়েব সিরিজের নাম হতে পারে ‘স্টারডম’, যা আসবে নেটফ্লিক্সে। প্রযোজনায় শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্য়ারটেনমেন্ট।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )