সদ্যই শেষ হয়েছে এবারের সারেগামাপা। প্রথম থেকে দরাজ গলা সহ বিভিন্ন ধরনের গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা সিনহা। সারেগামাপায় না জিতলেও তিনি কালিকাপ্রসাদ সম্মান পেয়েছেন। তাঁর পরিবারের মতাদর্শের জন্য তিনি পেয়েছেন ‘খুদে কমরেড’ তকমা। এর আগে ব্রিগেডে এসে গেয়েছেন গানও। কিন্তু এবার এই রিয়েলিটি শো থেকে পরিচিতি, খ্যাতি পাওয়ার কি তিনি আবারও যদি সুযোগ আসে কেরিয়ারের কথা ভেবে গান গাইবেন ব্রিগেডে? কী জানালেন আরাত্রিকা?
আরও পড়ুন: কুপ্রস্তাব পেলে তার দোষ মহিলাদেরই? মমতা শঙ্কর বললেন, 'নিজের আত্নসম্মান মর্যাদা ধরে রাখলে...'
ব্রিগেডে গান গাওয়া নিয়ে কী জানিয়েছেন আরাত্রিকা?
এদিন একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে ব্রিগেডে গান গাওয়ার প্রসঙ্গ উঠতেই আরাত্রিকা বলছেন, 'যদি আমি উপরে গিয়ে এই মানুষগুলোকে ভুলে যাই তাহলে তো আমার সিঁড়িটাই ফাঁকা হয়ে যাবে। আমি তো পড়ে যাব। তো সেই জন্য যত বড়ই হই না কেন, মানে ফেমাস হই না কেন মানুষের জন্য আমি অবশ্যই আছি। এবং আবারও চাইলে আমি আবারও ব্রিগেডে গান গাইব। সেই আরাত্রিকাকে সবাই দেখতে পাবে।'
প্রসঙ্গত আরাত্রিকা এবার বিজয়ী বা অন্তত প্রথম তিনে না থাকায় অনেকেই বিরক্ত হয়েছেন। তাঁদের মতে তাঁর মতাদর্শের জন্যই এটা করা হয়েছে। যদিও সারেগামাপা শেষ হওয়ার পর আরাত্রিকা লিখেছেন, 'খালি হাতে ফিরিনি। শ্রদ্ধেয় কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার পেয়েছি। সবচেয়ে বেশি পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা, শ্রদ্ধেয় গ্রুমাদের কাছ থেকে প্রচুর টিপস, শ্রদ্ধেয় বিচারক এবং Zee Bangla-র টেকনিকেল টিমের প্রত্যেকের কাছ থেকে অগাধ ভালোবাসাl পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী সঙ্গীতপ্রেমী বাংলা গান শোনেন এমন মানুষেরা ফোন করেছেন বাবাকে অনেকবার।'
অন্যদিকে তাঁর বাবাও মেয়েকে নিয়ে একটি পোস্টে লেখেন, 'মানি, তোকে বাঁকুড়া বইমেলায় গান গায়তে দেয়নি, খাদ্যমেলাতেও তোর নাম থেকেও বাদ গেছে, তথ্য সংস্কৃতি দফতর হয়তো জানেই না তুই গান করতে জানিস। সবটা শুধু দেখে গেছি। কিন্তু তোর উপর ছিল আমার অগাধ আস্থা, আমি জানতাম তুই কি পারিস আর কি পারিস না! আমার সাথে দেখা হলে দারুণ হেসে গদগদ হয়ে কথা বলে এরকম অনেক মানুষ তোর গানে কোনদিন লাইক কমেন্ট করেনি। দেখতাম সব কিছুই। পাত্তা সেদিনও দিইনি ,আজও দিই না। আসলে আমার নিজের উপরও সাংঘাতিক আস্থা আছে। আমি জানি কার দ্বারা কি হয়, আর হয় না।'
এই ভাইরাল ভিডিয়োতে বাম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটি গান গাইতে শোনা যায় আরাত্রিকাকে। তিনি এদিন 'এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে' গানটি গান।