বিদেশ বিভুঁইয়ের মাটিতে বাংলার শিল্পীদের অসম্মান, অপমান নিয়ে বার বারই সরব হতে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে। তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বারবার মুগ্ধ করে দুই বাংলাকে।
সোশ্যাল মিডিয়ার যুগে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই নিজের বক্তব্য পেশ করেন। যে কোনও ঘটনায় নানা ধরনের মন্তব্য খুবই স্বাভাবিক ঘটনা। তেমনি সাহানা বাজপেয়ীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে কটাক্ষ করলেন এক নেটিজেন। গান নিয়ে কাটাছেঁড়া তো চললই, সঙ্গে এক নারীকে ব্যক্তিগত আক্রমণ করতে কুণ্ঠা বোঝ করলেন না তিনি। সেই মন্তব্যই নজর এড়ায়নি সঙ্গীতশিল্পীর। পালটা উত্তর দিতেও ভোলেননি সাহানা। সোশ্যাল মিডিয়া পোস্টে গোটা বিষয়টি তুলে ধরলেন সঙ্গীতশিল্পী। আরও পড়ুন: হাসপাতালে ভর্তি, কেমন আছেন বাসন্তী দেবী? কবে ছুটি পাচ্ছেন, জানালেন ভাস্বর
‘জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ’ গানটি শোনার পর সাহানাকে মন্তব্য করেছেন এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘কিছু মনে করবেন না, একটা ৬.৩৮ মিনিটের গানে ২:০৮ মিনিট prelude বাজছে, এটা শুনলে কবিগুরু গীতবিতান ছুঁড়ে মারতেন। পারলে একবার জর্জ বিশ্বাস শুনে নেবেন।’ তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাহানা লিখেছেন, ‘কাকে ছুঁড়ে মারতেন? আমাকে? না না মনে কেন করব? আপনি একদম সঠিক বলেছেন। গান শোনার এখন একটা সুবিধেও হয়েছে। আপনি না শুনতে চাইলে স্বচ্ছন্দে অন্য গানে চলে যেতে পারেন। রবীন্দ্রনাথ আমাকে গীতবিতান ছুঁড়ে মারতে চাওয়ার মতন একজন মহিলাকে এরকম ভায়োলেন্ট কথা বলতে হত না একটা গান গাওয়ার জন্য জনসমক্ষে। তবে আপনাকে চিনতে গেছিলাম আপনার প্রোফাইলে। আপনার এই বক্তব্যে আমি একেবারেই বিস্মিত নই আর। আর আমি পারলে কাকে শুনবো বা আমার গান শোনার পরিসর বিষয়ে আপনাকে মতামত না দিলেও চলবে। ধন্যবাদ।’