কাশ্মীরের পহেলগাঁও -তে জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত দেশের রাজনৈতিক মহল। দেশের নিরাপত্তার স্বার্থে বেশকিছু পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে দেশের সম্পর্কের চরম অবনতি হয়েছে। এরই মাঝে জানা গিয়েছে, এক ইউটিউবারের গুপ্তচর বৃত্তির কথা। যাঁর সঙ্গে পাকিস্তানের যোগ থাকার বেশকিছু প্রমাণ মিলেছে বলে জানা যাচ্ছে।
হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গত ১৭ মে গ্রেফতার করা হয়। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি এবং ভারতীয় সামরিক তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পহেলগাঁও হামলায় জ্যোতির কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। এবার এই বিষয়ে মুখ খুলেছেন টেলি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: ফের মহামারী আতঙ্কে গোটা দেশ! করোনায় আক্রান্ত শিল্পা শিরোদকর, কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিমানে নয়, দিল্লি থেকে ট্রেনে কলকাতায় আসেন শাহরুখ, ভাইরাল ৩৫ বছরের পুরনো ছবি
সম্প্রতি X হ্যান্ডেলে জ্যোতির গ্রেফতারির খবর শেয়ার করে রুপালী লেখেন, ‘এই ধরনের মানুষ বুঝতেও পারে না যে পাকিস্তানের প্রতি তাদের ভালোবাসা কখন ভারতের প্রতি ঘৃণায় পরিণত হয়ে যায়। জানা নেই এমন কতজন লোক এমন গোপনে দেশের বিরুদ্ধে কাজ করে চলেছে, এদের একজনকেও রেহাই দেওয়া উচিত নয়।’
প্রসঙ্গত, জ্যোতি মালহোত্রা হরিয়ানার একজন ট্রাভেল ভ্লগার, যাঁর চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। এই ইউটিউব চ্যানেলের ফলোয়ার্স সংখ্যা ১.৩৬ লাখ। মাত্র দুই মাস আগে পাকিস্তান থেকে একাধিক ভিডিয়ো এবং পোস্ট করতে দেখা যায় এই ইউটিউবারকে।

গত মার্চ মাসে জ্যোতি কাশ্মীর ভ্রমণ করার পর পাকিস্তানে গিয়েছিলেন। তারপরেই ঘটে যায় কাশ্মীরের দুর্ভাগ্যজনক ঘটনা। কাশ্মীরে জঙ্গি হামলার সঙ্গে এই ইউটিউবারের যোগ আছে কিনা, সেটাই এখন খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ইতিমধ্যেই জানা গিয়েছে ২০২৩ সালে জ্যোতি প্রথমবার পাকিস্তান সফরে গিয়েছিলেন। পাকিস্তানে যাওয়ার আগে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগও করেন তিনি। এহসান - উর - রহিম ওরফে দানিশের সংস্পর্শে এসে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে পরিচিত হন জ্যোতি।
আরও পড়ুন: 'আমার বাকি ৯, বোনের ১০...',শ্যুটিংয়ে ফাঁকে মহাকাল দর্শনে স্বস্তিকা
আরও পড়ুন: হাঁটুর বয়সী নায়িকাকে চুমু কমল হাসানের, ‘ঠগ লাইফ’-এর ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শকরা
জানা যাচ্ছে পাকিস্তান থেকে ভারতে ফিরে আসার পরেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে ক্রমাগত যোগাযোগ ছিল জ্যোতির। শুধু হরিয়ানা, পাঞ্জাব নয় ভারতবর্ষের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ বিবরণ উঠে এসেছে জ্যোতির ভ্লগে।