সেটা ছিল ১৯৯৭ সাল, সেবছরই মুক্তি পায় ‘বর্ডার’। বলিউডের এই ছবি ছিল ব্লকবাস্টার। সেই ছবিটি শুধুমাত্র দর্শকদের মন জয় করেনি, বক্স অফিসেও জমিয়ে ব্যবসাও করেছিল। আর এবার আসছে বর্ডার ২, যেখানে দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জকে। এছাড়াও থাকছেন আহান শেট্টি। নাহ বর্ডার ২তে আর দেখা যাবে না অভিনেতা সুনীল শেট্টিকে। তাই এবিষয়ে কী বলছেন সুনীল?
সম্প্রতি সুনীলকে জিগ্গেস করা হয়েছিল, যে বর্ডার ২র অংশ না হতে পারার কারণে কি তাঁর কোনও খারাপ লাগা আছে? এবিষয়ে সুনীল ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে, 'হ্যাঁ, খারাপ লেগেছে। তবে আবার ভালো লাগাও আছে, কারণ এই ছবিতে তাঁর ছেলে অভিনয় করছেন। তিনি বলেন, 'যদি ভাইরোঁ সিং না থাকে, তাহলে অন্তত আহান তো আছে।'
নতুন অভিনেতাদের নিয়ে কী বলেন সুনীল?
বর্ডারের নতুন অভিনেতাদের নিয়ে সুনীল বলেছেন, 'আমার সব পছন্দের অভিনেতা এই ছবির অংশ।' সুনীল বলেন যে সানির সঙ্গে তাঁর রসায়ন বেশ ভালো। আর বরুণ (ধাওয়ান) আহানের দাদার মতোই ওঁর খেয়াল রাখছে।
সুনীল বলেছেন, 'বরুণ এবং আহান একসঙ্গে যেন ম্যাজিকাল। বরুণ আহানের যথেষ্ট খেয়াল রাখছে। যখনই আহানের সঙ্গে বাড়িতে কথা হতো, তখন ও বলতো, বাবা, বরুণ খুব ভালো ছেলে, ওদের এমনই সম্পর্ক। সবার কাছে অনেক কাজ থাকে, কিন্তু আমরা একসঙ্গে এসে ইন্ডাস্ট্রিতে কাজ করছি।'
সুনীল এটাও জানিয়েছেন যে আহান দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও কাজ করার জন্য আগ্রহী। সুনীল বলেন যে তিনি এই ছবিটি (বর্ডার ২) দেখার অপেক্ষায় রয়েছেন।
কী বলেছেন আহান শেট্টি?
এদিকে যখন আহান শেট্টি যখন বর্ডার ২তে অভিনয়ের কথা জানিয়েছিলেন, তখন তিনি বলেন, বর্ডার তাঁর কাছে সিনেমার থেকেও বেশিকিছু। এটার ঐতিহ্য রয়েছে। এটা তাঁর কাছে স্বপ্নের মতো। আহান এটাও জানিয়েছিলেন যে, যখন বর্ডারের শুটিং চলছিল, তখন তাঁর মা গর্ভবতী ছিলেন এবং সে সেই সময় তিনি সেটে সুনীলের সঙ্গে দেখা করতে যেতেন। একই সঙ্গে তিনি বলেন, ‘বাবা, আমি আজ যা কিছু, তা আপনার কারণে এবং আপনি যে ঐতিহ্য তৈরি করার জন্য এত পরিশ্রম করেছেন, আমি তার সম্মান করার পুরো চেষ্টা করব।’
এদিকে সুনীল শেট্টিকে খুব শীঘ্রই ‘কেশরী বীর’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে সুনীলের সঙ্গে আছেন সূরজ পাঞ্চোলি, বিবেক ওবেরয় এবং আকাঙ্ক্ষা শর্মা।