মঙ্গলবারও বক্স অফিসে বেশ ভালোই দাপট বজায় রাখল রেইড ২। টুকটুক করে প্রায় ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে অজয় দেবগনের এই ছবি। অন্যদিকে কেশরী চ্যাপ্টার ২ ছবিটি রীতিমত ধুঁকছে বক্স অফিসে। এদিন কোন ছবির কত ব্যবসা হল?
আরও পড়ুন: ৫৪-র দোরগোড়ায় দাঁড়িয়ে করেন তৃতীয় বিয়ে, রয়েছে রাজনৈতিক যোগ-ও! চিনতে পারছেন অভিনেতাকে?
রেইড ২ ছবিটির বক্স অফিস কালেকশন
মঙ্গলবার, অর্থাৎ মুক্তির পর ষষ্ঠ দিনে বক্স অফিসে ৬ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে রেইড ২। এমনটাই সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে। ফলে বর্তমানে বক্স অফিসে অজয় দেবগন অভিনীত ছবিটি ৬ দিনে সর্বমোট ৮৫ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে।
যেদিন মুক্তি পেয়েছে সেদিন রেইড ২ ছবিটি ১৯ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সেই আয়ের পরিমাণ কমে হয় ১২ কোটি টাকা। তবে উইকেন্ড আসতেই লাফিয়ে বাড়ে আয়। শনিবার ১৮ কোটি এবং রবিবার ২২ কোটি টাকা ঘরে তোলে রেইড ২। প্রথম সোমবার বক্স অফিসে রেইড ২ ৭ কোটি ৭৫ হাজার টাকার ব্যবসা করেছে।
কেশরী চ্যাপ্টার ২ ছবিটির বক্স অফিস কালেকশন
মঙ্গলবার, মুক্তির পর ১৯ তম দিনে সোমবারের তুলনায় একটু বাড়লেও কেশরী চ্যাপ্টার ২ এর আয় যে রীতিমত বক্স অফিসে ধুঁকছে সেটা বলাই যায়। এদিন এই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৮৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে ৮২ কোটি ১০ লাখ টাকা আয় করেছে এই ছবি।
মুক্তির পর প্রথম সপ্তাহে অক্ষয় কুমার এবং অনন্যা পান্ডের ছবিটি ৪৬ কোটি ১০ লাখ টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৬৫ লাখ টাকা। গত শুক্রবার এটি ১ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। শনিবার আসতে সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২ কোটি টাকা। এবং রবিবার ২ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে কেশরী চ্যাপ্টার ২। ১৮ তম দিনে মাত্র ৭৩ লাখ টাকার ব্যবসা করেছে কেশরী চ্যাপ্টার ২।
কেশরী চ্যাপ্টার ২ প্রসঙ্গে
কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।
রেইড ২ প্রসঙ্গে
রেইড ২ ছবিটি রাজ কুমার গুপ্তার ২০১৮ সালে মুক্তি ও রেইড ছবিটির সিক্যুয়েল। গত ১ মে মুক্তি পেয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় আছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, বাণী কাপুর, প্রমুখ।