পায়েল মিঠাই সরকার, শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন মডেল তথা প্রযোজক। তবে অভিনয় করার পাশাপাশি সমাজসেবার কাজেও নিয়োজিত থাকেন তিনি। অবসর সময়ে গল্পের বই পড়ার ভীষণ ঝোঁক তাঁর। আর এই শখই তাঁকে এনে দিল ডক্টরেট উপাধি।
বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালবাসেন পায়েল, এই ভালোবাসা থেকেই দুই বছর আগে সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা শুরু করেন তিনি। পুরোটাই শুরু হয়েছিল নিছক কৌতূহলের বশে। গবেষণার কাজ বা সমাজসেবা, সবটাই ভীষণ ভালোবেসে করেন তিনি, যার ফলাফল আজ হাতেনাতে পেয়েছেন পায়েল।
আরও পড়ুন: 'অপরিণত সমাজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরিচালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকিমার সঙ্গে ইস্টার উদযাপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
দীর্ঘ দুই বছর ধরে গবেষণা করার ফলস্বরূপ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পেলেন পায়েল। শুধু তাই নয়, ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট এবং দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া থেকে গোল্ড মেডেলে সম্মানিত হয়েছেন এই অভিনেত্রী।
পায়েল যা করে দেখালেন, তা থেকে স্পষ্ট হয়ে যায় শেখার কোনও বয়স নেই। পড়াশোনা করতে ভালবাসলে যে কোনও বয়সেই ডিগ্রি অর্জন করা যায়। কেউ যদি মন থেকে কিছু করতে চান, তাহলে সফলতা আসবেই। এই ডক্টরেট উপাধিই তাঁকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে বিশ্বাস পায়েলের।
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ?
আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে পায়েলের প্রযোজনা সংস্থা ‘পায়েল সরকার অরগানাইজেশন প্রাইভেট লিমিটেড’ প্রযোজিত অনুষ্ঠান স্টারলাইন অনন্য সম্মান ২০২৫ সিজন ২। প্রতিবছরের মতোই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনৈতিক তথা চলচ্চিত্র জগতের নামিদামি তারকারা।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরে বহু সমাজ সেবামূলক কাজে দেখা গেছে পায়েলকে। কিছুদিন আগেই বিরল রোগে আক্রান্ত অস্মিতা দাসের চিকিৎসার জন্য এগিয়ে এসেছিলেন তিনি। এছাড়াও প্রতিবছর সরস্বতী পুজোয় আর্থিকভাবে পিছিয়ে পড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশেও দাঁড়াতে দেখা গেছে পায়েলকে। এইভাবেই নেশা এবং পেশা, দুটোকেই সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছেন পায়েল।