মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, ২০ নভেম্বর সকাল থেকে মুম্বইয়ে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। ২৮৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলেছে। আর এদিন একদম সক্কাল সক্কাল ভোট দিতে বুথে পৌঁছে গিয়েছিলেন যে তারকা, তিনি আর কেউ নন অক্ষয় কুমার। সকালে ভোট দিতে পৌঁছে গিয়েছিলেন আরও এক অভিনেতা, তিনি হলেন রাজুমার রাও।
জুহুর শিক্ষাভবন ভোট কেন্দ্রে ভোটদিতে পৌঁছেছিলেন আক্কি। বুথকেন্দ্রে ব্যবস্থাপনায় মুগ্ধ হয়ে যান অক্ষয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা, বয়স্কদের জন্য আলাদা লাইন, এসব দেখে বেশ খুশি ছিলেন অক্ষয়। সুপারস্টারকে দেখে পাপারাৎজিরা বলেন, ‘আপনি সবথেকে সকালে ভোট দিতে চলে এসেছেন।’ উত্তরে পাল্টা অক্ষয় বলেন, ‘আপনারা তো আমার থেকেও আগে পৌঁছে গিয়েছেন।’ সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘আপনারা সকলে আসুন, ভোট দিন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।’ ভোট কেন্দ্র থেকে বের হয়ে এক প্রবীণ নাগরিকের সঙ্গে সুন্দরভাবে কথা বলতেও দেখা গেল অক্ষয়কে।
এদিন অক্ষয়- রাজকুমার রাও-এর ঠিক পরপরই ভোট দিতে যেতে দেখা যায় অভিনেতা জন আব্রাহামকে। ভোট দিতে যান অভিনেতা আলি ফজল ফারহান আখতার, তাঁর পরিচালক বোন জোয়া আখতারও।
এবার মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে একদফাতেই ভোটগ্রহণ হচ্ছে। পাঁচ বছর আগে মহারাষ্ট্রের রাজনৈতিক পটভূমি যা ছিল, তা নাকি পুরোপুরি পালটে যাওয়ায় আকর্ষণীয় লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে আছে মারাঠাভূমে, কানপাতলে অন্তত এমনটাই শো যাচ্ছে। তবে এই নির্বাচনে কে বাজিমাত করবে, সেটা বোঝা যাবে আগামী ২৩ নভেম্বর (শনিবার)।
প্রসঙ্গত, প্রধান নেতাদের মধ্যে রয়েছে কোপরি-পাচপাখাদি থেকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তিনি শিবসেনা (ইউবিটি) প্রার্থী কেদার প্রকাশ দীঘের মুখোমুখি লড়াই করছেন। উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস তাঁর শক্ত ঘাঁটি নাগপুর দক্ষিণ-পশ্চিম থেকে কংগ্রেসের প্রফুল্ল গুদধের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, এনসিপি নেতা এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এনসিপি (এসপি)-এর যুগেন্দ্র পাওয়ারের বিরুদ্ধে পাওয়ার পরিবারের ঐতিহ্যবাহী দুর্গ বারামতি ধরে রাখতে চাইছেন৷