নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'। স্প্যানিশ এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা এখন পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে। তেমনি ভারতেও এর জনপ্রিয়তা নেহাত কম নয়। আগামী ৩ ডিসেম্বর মানি হাইস্টের অন্তিম সিজেনের দ্বিতীয় পর্ব মুক্তি পেতে চলেছে।রয়েছে আরও এক সুখবর। এবার বলিউডেও তৈরি হতে চলেছে মানি হাইস্ট। হিন্দি ভার্সন তৈরি করতে চলেছেন পরিচালকদ্বয় আব্বাস-মাস্তান জুটি। নেটফ্লিক্স ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তাঁরা। অনুপ্রাণিত হিন্দি ছবিটির নাম 'থ্রি মাঙ্কিজ'। এর মধ্যেই প্রফেসরের সাজে হাজির হয়েছেন আয়ুষ্মান খুরানা। রেড কার্পেট ইভেন্টের প্রোমোশন করেছেন অভিনেতা। ফাইনাল সিজেনে অপেক্ষার ছবি তুলে ধরেছেন এই ভিডিয়োতে। যদিও বলিউডে তৈরি হওয়া ‘মানি হাইস্ট’-এ আয়ুষ্মানকে দেখা যাবে কিনা, তা অস্পষ্ট। ওয়েব সিরিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আগেই অভিনেতা জানিয়েছিলেন, ‘আমি মানি হাইস্ট-এর বিরাট বড় ভক্ত। এই অন্য রকম প্রজেক্টে কাজ করতে পেরে ওয়েব সিরিজ এবং প্রফেসরের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল। ফাইনালের জন্য আমি অধীর অপেক্ষায় রয়েছি। তবে এটা শেষ হয়ে যাচ্ছে, তাই মন খারাপ লাগছে’।