‘মনসুন ওয়েডিং’ খ্যাত অভিনেত্রী তিলোত্তমা সোম সম্প্রতি দিল্লিতে যৌন হয়রানির একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা কথা ভাগ করে নিয়েছেন। বাঙালি অভিনেত্রী এখন বলিপাড়ার পরিচিত নাম। Hauterfly-কে দেওয়া সাক্ষাৎকারে এই বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানান তিলোত্তমা। যা তাঁর মনে স্থায়ী প্রভাব ফেলেছিল।
সাক্ষাৎকারে তিলোত্তমা জানিয়েছেন, শীতকালে দিল্লিতে বাসের জন্য অপেক্ষা করার সময় এই ঘটনাটি ঘটেছিল। তিনি যখন বাসের জন্য অপেক্ষা করছিলেন, তখন একটি গাড়ি তার কাছে থামে এবং একদল লোক তাকে উত্যক্ত করতে শুরু করে।
‘এরপর তারা আমাকে নানান যৌন ইঙ্গিত করতে শুরু করে। কেউ একটা ছোট্ট পাথর ছুঁড়ে মারল। আমি আরেকটু সরে গেলাম। সিদ্ধান্ত নিলাম, আমাকে এখান থেকে পালাতে। আমার কাছে দৌড়ানোর সুযোগ ছিল, কিন্তু তারা আমাকে সহজেই গাড়ি নিয়ে ছাড়িয়ে যেতে পারে। তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লিফট নেওয়ার সিদ্ধান্ত নিলাম’, জানান তিলোত্তমা।
তিনি বলেন, বেশ কয়েকটি গাড়ি পাশ দিয়ে গেলেও সেগুলো থামেনি। কিছুক্ষণের মধ্যেই তিনি দূর থেকে একটি গাড়িকে মেডিক্যাল সাইনবোর্ড দিয়ে আসতে দেখেন এবং তিনি আগন্তুকের সাথে সামনের সিটে উঠে পড়েন। এরপরের ঘটনা আরও ভয়ঙ্কর।
তিলোত্তমা বলে চলেন,'আমরা একটু এগিয়েছে মাত্র। সে আমার হাত ধরে তার প্যান্টের চেন খুলে ফেলল এবং আমার ধারণা সে আমার সঙ্গে যা খুশি করতে চেয়েছিল। যে মুহূর্তে সে আমার হাত জোর করে ধরেছিল, সহজাত প্রবৃত্তি থেকে আমি জানি না কীভাবে কিন্তু তাকে আঘাত করি। ঠিক কী করেছিলাম, সত্যি জানি না, তবে সে তার গাড়ি থামাতে বাধ্য হয়। এরপর আমাকে বেরিয়ে যেতে বলে'।
এই ঘটনার কথা স্মরণ করলে আজও কেঁপে ওঠেন তিলোত্তমা। তিলোত্তমাকে শেষ দেখা গিয়েছিল ত্রিভুবন মিশ্র: সিএ টপার ছবিতে। বিন্দি জৈনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও জিতেন্দ্র কুমারের সাথে কোটা ফ্যাক্টরির সর্বশেষ মরসুমেও অভিনয় করেছেন তিলোত্তমা।
এর আগে এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার প্রসঙ্গে কলকাতার মেয়ে বলেছিলেন, ‘আমি যখন মুম্বই আসি, তখন আমার বয়স ইতিমধ্যেই ৩০ ছুঁয়েছে। আমায় তখন শুনতে হয়েছিল অভিনেতা হওয়ার ক্ষেত্রে আপনি তো বেশ বুড়ি। আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল প্লাস্টিক সার্জারি করানোর। আর সেই পরামর্শ বেশ ঠিকঠাক জায়গা থেকেই দেওয়া হয়েছিল। তখন এসব কথা শুনতে আমার বড়ই অদ্ভুত লেগেছিল। আর আমি সেসব করাতে রাজিও ছিলাম না। আর এখন আমার বয়স ৪৪, এখনও কিন্তু আমি বেশ হট এবং সুখে জীবন কাটাচ্ছি। এই বয়সেও বিভিন্ন চরিত্রে আমি অভিনয় করছি। আশা রাখি, আমার জীবনের গল্প হয় অনেককে অনুপ্রেরণা দিতে পারে।'