হাসিমুখে দাঁড়িয়ে সৌরভ দাস, তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন মহেশ ভাট। আর বর্ষীয়ান পরিচালকের কাঁধে হাত রেখে তাঁর কাছে দাঁড়িয়ে যিশু সেনগুপ্ত। হ্যাঁ, বলিউডের খ্যতনামা, বর্ষীয়ান পরিচালকের সঙ্গে দেখা মিলল বাংলার দুই অভিনেতার। ভাট ক্যাম্পে যিশু অবশ্য আগেই নাম লিখিয়েছিলেন, তবে সৌরভ নতুন। কিন্তু ব্য়াপারটা কী?
সৌরভ দাস ও যিশু সেনগুপ্ত, দুই অভিনেতা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হয়েছে এই মোশন পিকচার। যার ক্যাপশানে লেখা হয়েছে #whysoserious (হোয়াই সো সিরিয়াস)। এদিকে ছবির উপর হ্য়াশট্যাগে লেখা ‘সিরিয়াস অর নট’। ব্যাস, ওই পর্যন্তই, ব্য়াপারটা কী, ঠিক কী ঘটতে চলেছে, এর বেশি কিছুই খোলসা করা হয়নি। তবে এর আগে Are You Serious হ্য়াজট্যাগে ১৫ মার্চ ও ২১ মার্চ, যিশু ও সৌরভের দুটি মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তারও কয়েকদিন আগে We Are Serious হ্যাজট্যাগে একটি মোশন পোস্টার সামনে আসে। যদিও এই পোস্টার গুলিতে তাঁদের সঙ্গে মহেশ ভাটকে দেখা যায়নি। তবে এবার তাঁদের সঙ্গে মিস্টার ভাটকে দেখে নেটপাড়ার কৌতুহল তবে কি এবার সড়ক ৩ আসছে?
আরও পড়ুন-কিং খান শাহরুখের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা করেছিলেন মনোজ কুমার, কী ঘটেছিল?
সৌরভ ও যিশুর এই পোস্টের নিচে অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে আবার মহেশ ভাটকে ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একাংশের তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটের উপর। সম্প্রতি আদালতের রায়ে রিয়া নির্দোষ প্রমাণিত হলেও মহেশ ভাটের প্রতি কিছু লোকজনের রাগ এখনও কমেনি। একজন এই পোস্টের নিচে লিখেছেন, ‘সৌরভ ও যিশুদা দুজনেই অভিনেতা হিসেবে ভালো এবং মানুষ হিসেবেও। কিন্তু মাঝেরটাকে দেখালেই … আসে। …আর সুশান্ত সিং রাজপুতের বিষয়টা আমরা সবাই জানি।’
এমনই মহেশ ভাটকে নিয়ে বাঙালি নেটিজেনদের অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও বেশিরভাগ লোকজনই সৌরভ দাস ও যিশু সেনগুপ্তকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে 'সড়ক-২' তে মহেশ ভাটের সঙ্গে কাজ করেছিলেন যিশু সেনগুপ্ত। সেই ছবিতে ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেন যিশু। সেই ছবিতে তাঁদের সঙ্গে ছিলেন পূজা ভাট ও সঞ্জয় দত্তও।
প্রসঙ্গত ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল পূজা ভাট ও সঞ্জয় দত্তের সড়ক। সড়ক-২ সেই ছবিরই সিক্যুয়েল। তবে এবার কি সত্যিই তাহলে সড়ক ৩ আসছে, নাকি অন্যকোনও ছবি তা অবশ্যই স্পষ্ট নয়।