সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সামাজিক, রাজনৈতিক নানান বিষয়ে নিজের মতামত তুলে ধরতে দ্বিধা করেন না তিনি। আর সেখানে তিনি এসএসসি দুর্নীতি, ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে মুখ খুলবেন না তাও কি হয়! তবে এবার এই গুরুতর বিষয় নিয়ে কথা বলতে কথাবলা পুতুলের সাহায্য নিলেন বাংলার ঋত্বিক।
২৬ হাজার চাকরি বাতিল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা কিছুটা হালকা চালে হলেও পুতুলের মুখ দিয়ে তুলে ধরলেন ঋত্বিক চক্রবর্তী। ভিডিয়ো আকারে পুরো বিষয়টি সোশ্য়াল মিডিয়ার পাতায় তুলে ধরেছেন অভিনেতা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঋত্বিক পুতুলের মুখ হাতে চেয়ারে বসে রয়েছে। পুতুলটি বলে, 'হ্যালো মাইকিং, হ্যালো (মাইক চেকের কায়দায়)!' সাউন্ড চেকের পর পুতুলটি বলে, 'অযোগ্যকে যদি যোগ্য আর অযোগ্য বাছতে বলা হয়, তাহলে অযোগ্য, যোগ্যর দিকেও থাকে না অযোগ্যর দিকেও থাকে না।' এরপর ঋত্বিক বলেন, তাহলে?
পুতুল উত্তরে বলে, ‘সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে সে অযোগ্য!’ ঋত্বিক ফের বলেন, ‘ এটা সবাই জানে’। ফের পুতুল বলে, 'ও মাইক টেস্টিং!' আর তখনই ‘থামো তো’ বলে পুতুলের মুখ চেপে ধরেন।
আরও পড়ুন-প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দিলেন, শুভজিৎ এবং সুকন্যার গালে এটা কী লিখলেন শ্রেয়া ঘোষাল?