দাদাগিরি থেকে যেটা শুরু হয়েছিল, সেটা কোথায় গিয়ে শেষ হবে? এখন যেন এটাই মনে মনে জানতে চাইছে ইউটিউবে বাংলা কনটেন্ট দেখতে পছন্দ করা দর্শকরা। দাদাগিরিতে কেন শুধুই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ কই-- নিয়ে প্রশ্ন তুলেছিলেন নর্থ বেঙ্গলের কনটেন্ট ক্রিয়েটার মৃন্ময় দাস। এরপর তার জবাব দেন ‘বং গাই’ কিরণ দত্ত।
সেই বলে না কথাতেই কথা বাড়ে! তাই ভিডিয়ো-প্রত্যুত্তরের ভিডিয়োর লড়াইটা আর আটকে নেই দাদাগিরিতে। বরং তা দুজনেরই পরিবার-বন্ধুদের উপরে গিয়ে পড়েছে। কিরণের কথায় প্রসঙ্গ এসেছে মৃন্ময়ের মা-বউয়ের। আর সিনেবাপ তো কিরণের চর্চিত প্রেমিকা ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’কে টেনে নিয়ে ‘নোংরা ইঙ্গিত’ করতেও ছাড়েননি। এসবের মাঝে সোমবার সারাদিন ভাইরাল হয়েছিল মৃন্ময়ের স্ত্রী রুমা মোদকের একটা লেখা। যেখানে তিনি লিখেছেন, ‘যেখানে নিজের কথার কোনও দাম নেই সেখানে সস্তার পাবলিসিটির দরকার কোনও দিনই ছিল না আমার।’ আরও পড়ুন: ‘নরম গদিতে আলু সেদ্ধ ভাত’, সিনেবাপের নিশানায় এবার বং গাই-এর প্রেমিকা ‘আলু’!
তবে এই পোস্টের স্ক্রনশট ছড়িয়ে পড়তেই ফের পোস্ট করলেন রুমা। এবার বরং স্বামীর হয়েই একটু কথা বললেন। সঙ্গে তাঁর দাবি, তাঁর পোস্টের ভুল মানে করায় তাঁদের সংসারে ভাঙন ধরতে বসেছে!
এবার রুমা লিখলেন,