কান-এর রেড কার্পেট চর্চায় এসেছে ঐশ্বর্যর সিঁথি ভরা সিঁদুর। বচ্চন বধূর সেই লুক দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। আর এবার গৌরব গুপ্তার ডিজাইন করা কালো গাউনের উপর ধূসর কেপ জড়িয়ে নজর কাড়লেন ঐশ্বর্য।
পোশাকের সঙ্গে মিলিয়ে নিজের কালো ঢেউ খেলানো চুল খোলাই রেখেছিলেন রাই সুন্দরী। মুখে মানানসই মেকআপ, আর ঠোঁট রাঙিয়েছিলেন গাঢ় লাল লিপস্টিকে। তবে এবার ঐশ্বর্যর কালো গাউনের থেকেও বেশি নজর কাড়ল বারাণসীতে তৈরি ব্রোকেট কাপড়ের তৈরি কেপটি। যে কেপটিতে কিনা খোদাই করা ছিল ভগবৎ গীতার শ্লোক। কী লেখা আছে সেখানে?
ডিজাইনার গৌরব গুপ্তার পোস্ট থেকে জানা যাচ্ছে, ঐশ্বর্যর বোকেটের কেপে সংস্কৃতে লেখা আছে ‘कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ||’ অর্থাৎ যার অর্থ হল ‘তোমার অধিকার কেবল কর্ম করা , কিন্তু তার ফলের উপর কখনই নয়। কর্মের ফলকে তোমার উদ্দেশ্য হতে দিও না, এবং নিষ্ক্রিয়তার প্রতি তোমার আসক্তিও যেন না হয়।’