শ্রীদেবীর মোহে তাঁর মা-কে ত্যাগ করেছিলেন বাবা বনি কাপুর। দুই সন্তানকে ভুলেছিলেন, এই 'ব্যাপারটা' মানতে পারেননি অর্জুন কাপুর। তাঁর শৈশব ছিন্নভিন্ন হয়েছিল বাবা-মা'র বিচ্ছেদ, বাবার পরকীয়া এবং দ্বিতীয় বিয়ের জেরে। শ্রীদেবীর সঙ্গে কোনওদিন অর্জুনের সম্পর্ক সহজ ছিল না। বাবা-র দ্বিতীয় স্ত্রীর বাইরে শ্রীদেবী কোনওদিন অর্জুনের ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেননি। এমনকী শ্রীদেবীর জীবদ্দশায় সৎ বোনেদের সঙ্গেও সম্পর্ক ছিল না অর্জুনের। আরও পড়ুন-শ্রীদেবীর মৃত্যুর পর সৎ বোনেদের কাছাকাছি আসেন, জাহ্নবী-খুশিই নাকি আগলায় অর্জুনকে
শ্রীদেবীর মৃত্যু বদলেছে অনেককিছুই। এখন জাহ্নবী-খুশির সঙ্গে অর্জুনের সম্পর্ক অনেকটা সহজ। অংশুলার মতোই বাবার দ্বিতীয়পক্ষের সন্তানদেরও আগলে রাখেন অভিনেতা। মা-হারানোর যন্ত্রণাই জুড়ে দিয়েছে তাঁদের। সংবাদমাধ্যমে শ্রীদেবীকে নিয়ে খুব কম কথাই বলেছেন অর্জুন। গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন তাঁর সৎ মা-এর সম্পর্কে সদ্য মুখ খুলেছেন।
সতীশ কৌশিকের রূপ কি রানি চোরো কা রাজা সম্পর্কে কথা বলতে গিয়ে অর্জুন শ্রীদেবীর নাম উল্লেখ করেন। এই ছবি প্রযোজনা করেছিলেন বনি কাপুর এবং অর্জুনের কাকা অনিল কাপুর ছিলেন ছবির নায়ক। যাঁর দেখা মিলেছিল শ্রীদেবীর বিপরীতে। শ্রীদেবীর নাম উল্লেখ করার সময় প্রয়াত অভিনেত্রীর নামের পাশে ‘ম্যাম’ সম্বোধন জুড়ে দেন অর্জুন। তিনি বলেন, ‘বাবার সঙ্গে আমার পুরো জীবন কেটেছে রূপ কি রানি চোরো কা রাজার সেটে। এমনকি আজকের মানদণ্ডে, এটি আমাদের নির্মিত সবচেয়ে বড় চলচ্চিত্রগুলির মধ্যে একটি। ১৯৯২ সালে ছবিটির খরচ হয়েছিল ১০ কোটি টাকা। সেখানে ছিলেন অনিল কাপুর, শ্রীদেবী ম্যাম, জগ্গু দাদা, জ্যাকি শ্রফ। খলনায়ক ছিলেন অনুপম খের। ছবিতে অনিল চাচুর (কাকা) সঙ্গে একটি পায়রা ছিল, যার নাম ছিল জ্যাঙ্গো, এবং সেই সময় এটি আমার প্রিয় চরিত্র ছিল’।
অর্জুনের মা মোনার সঙ্গে বিবাহিত থাকাকালীন বনি শ্রীদেবীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। বনি ১৯৯৬ সালে মোনার সাথে বিবাহবিচ্ছেদ করেন এবং একই বছর শ্রীদেবীকে বিয়ে করেন। অর্জুনের বয়স তখন ১০ বছর, আর ছোট বোন অংশুলা কাপুরের বয়স ছিল মাত্র পাঁচ বছর। বনি ও শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।
শ্রীদেবীর মৃত্যুর পরে অর্জুন
২০১৮ সালে শ্রীদেবী দুবাইয়ের এক হোটেলরুমের বাথটবে ডুবে মারা যান আচমকা।পরিবারের বিয়ের আনন্দ নিমেষে ফিকে হয়েছিল। সেই সময় অর্জুন তার বাবা এবং বোনেদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি পরে স্বীকার করেছিলেন যে এই দুঃখজনক ঘটনার পরে তিনি তাঁর সৎ বোন জাহ্নবী এবং খুশির প্রতি দায়িত্ব অনুভব করেছিলেন এবং তাঁর এবং অংশুলার ঘনিষ্ঠ হয়ে ওঠেছিল জাহ্নবী-খুশি। ২০১২ সালে হাবিব ফয়সাল পরিচালিত 'ইশকজাদে' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অর্জুন, তাঁর অভিষেকের কয়েকদিন আগে ক্যানসার আক্রান্ত মোনা শৌরির মৃত্যু হয়। কাকতালীয়ভাবে, জাহ্নবীর প্রথম ছবি ধড়ক মুক্তির কয়েক মাস আগেই প্রয়াত শ্রীদেবীও। ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস জুড়ে দিয়েছিল অর্জুন-জাহ্নবীকে।
অর্জুনকে আগামিতে মুদাসসর আজিজের রোমান্টিক কমেডি মেরে হাজব্যান্ড কি বিবি-তে ভূমি পেডনেকর এবং রাকুল প্রীত সিংয়ের বিপরীতে দেখা যাবে। ছবিটি ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।