সারেগামাপা-এর বিজয়ীদের তালিকায় নাম ছিল না আরাত্রিকা সিনহার। গ্র্যান্ড ফিনালে পর্যন্ত পৌঁছলেও তাঁর হাতে কেবল এসেছিল কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার। এক থেকে তিনে আরাত্রিকার নাম না থাকা নিয়েও দর্শকদের মধ্যে নানা অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু সারেগামাপা-এ মঞ্চে সফর শেষের পর থেকেই অনুরাগীদের একের পর এক চমক দিয়ে চলেছেন 'খুদে কমরেড'। এবার বাচিক শিল্পী ব্রততী বন্দোপাধ্যায় থেকে শুরু করে গায়িকা জয়তী চক্রবর্তী-সহ বহু তারকার সঙ্গে ছবি পোস্ট করে আরাত্রিকা লেখেন, ‘গতকাল ছিল আমার জীবনের এক স্মরণীয় সন্ধ্যা।’
গত শনিবার সমাজমাধ্যমের পাতায় নিজেই তাঁর প্লে-ব্যাক করার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন আরাত্রিকা। আর সোমবার ব্রততী পরম্পরার অনুষ্ঠান ‘শব্দরা আমার বাগানে’তে অংশগ্রহণের বেশ কিছু ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন তিনি। ছবিতে লাল পাড় কালো শাড়ি ও লাল সুতোর কাজ করা কালো জ্যাকেটে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে কখনও তাঁকে মঞ্চে দাঁড়িয়ে গান করতে দেখা গিয়েছে আবার কখন ব্রততী বা জয়তীর পাশে নজর কেড়েছেন তিনি।
আরও পড়ুন: 'সারেগামাপা'-এর ফাইনাল শেষ হতে না হতেই প্লে-ব্যাকের সুযোগ! অনুরাগীদের বড় খবর দিলেন আরাত্রিকা
ছবিগুলি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লেখেন, ‘গতকাল ছিল আমার জীবনের এক স্মরণীয় সন্ধ্যা, কারণ যে সমস্ত শিল্পীদের টিভির পর্দায় দেখতাম বা শুনতাম, যাঁরা ছিলেন আমার প্রিয় শিল্পী, তাঁদের সঙ্গে এক মঞ্চে গান আর আবৃত্তি পরিবেশন করার সুযোগ হয়েছিল আমার। এ আমার পরম সৌভাগ্য। শুধু তাই নয় , তাঁদের কাছ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা আর আশীর্বাদ, যা আমার আগামীদিনের পথ চলাকে ঋদ্ধ করবে।’
তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসা ও আশীর্বাদে ভরে দিয়েছেন আরাত্রিকাকে। একজন লেখেন, ‘সোনা মা তুমি মানুষের জন্য মানুষের গান গাও। তোমার জয় হবে সর্বত্র। তোমার পছন্দের শিল্পীও আমার পছন্দের। ভালো থেকো সুস্থ থেকো।’ আর একজন লেখেন, ‘খুব আনন্দ হল গুণী জনের সান্নিধ্যে তোমাকে দেখে। অনেক আশীর্বাদ রইল তোমার জন্য।’
আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপণের জেরে আইনি সমস্যায় শাহরুখ, অজয় ও টাইগার! বিভ্রান্ত করার অভিযোগে দেওয়া হল নোটিশ
আর এক অনুরাগী লেখেন, ‘ভীষণ ভালো লাগছে যে ব্রততী ও জয়তী স্ব স্ব ক্ষেত্রে যাঁরা মহীরুহের মতো, তাঁদের সঙ্গে তুমি অনুষ্ঠান করেছ। জীবনে আরও অনেক সাফল্য পাও এই আশীর্বাদ করি। আর একজন 'খুদে কমরেড’কে লেখেন, ‘খুব ভালো লাগছে রে মেয়ে। সুচেতনা সমৃদ্ধ মতাদর্শ যার ঋজু শিরদাঁড়ার মধ্য দিয়ে বয়ে চলেছে, সে তো এগিয়ে চলবেই! শুভেচ্ছা রইল তোর আগামীর পথচলায়.... একটা বড়ো পৃথিবী আছে তোর সামনে, জয় করবার জন্য। You are not alone, we are with you.... ভালো থাকিস মা।’