১৪ জুন, শুক্রবার মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের 'চান্দু চ্যাম্পিয়ন'। ১৩ জুন বৃহস্পতিবার ছিল ছবির তারকাখচিত প্রিমিয়ার। সেখানে হাজির ছিলেন বলিপাড়ার বহু তারকা। যাদের মধ্যে নজর কাড়লেন কার্তিকের প্রাক্তন প্রেমিকা অনন্যা পাণ্ডে। হ্যাঁ, কার্তিকের সঙ্গে বিচ্ছেদ হলেও প্রাক্তনের নতুন ছবির প্রিমিয়ার এড়িয়ে গেলেন না অনন্যা।
'চান্দু চ্যাম্পিয়ন'-এর প্রিমিয়ার
এক পাপারাৎজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উঠে আসা এক ভিডিয়োতে অনন্যা পাণ্ডেকে প্রিমিয়ারের রেড কার্পেটে দেখা গিয়েছে। এদিন ধূসর গাউনের সঙ্গে ছোট কালো স্লিং ব্যাগ কাঁধে পোজ দিতে দেখা গেল অনন্যা পাণ্ডেকে। ছবি দেখতে ঢোকার সময় পাপারাৎজির উদ্দেশ্যে হাত নেড়ে পোজও দেন অনন্যা। এদিন অনন্যার সঙ্গেই এসেছিলেন তাঁর বন্ধু, উঠতি অভিনেত্রী শানায়া কাপুর, ছিলেন অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেও। তবে এদিন কার্তিকের সঙ্গে অনন্যার মুখোমুখি দেখা হয়েছিল কিনা, তা স্পষ্ট নয়।
১৪ জুন ছবি মুক্তির আগে বৃহস্পতিবার চান্দু চ্যাম্পিয়নের স্ক্রিনিংয়ে হাজির ছিলেন কার্তিক আরিয়ান, টি-সিরিজের প্রধান ভূষণ কুমার, অভিনেতা অঙ্গদ বেদী, টাইগার শ্রফ, বিনীত কুমার সিং, সৌন্দর্য শর্মা, সাই মঞ্জরেকর, সুনীল শেঠি, সানি কৌশল, রিচা চাড্ডা, বিদ্যা বালান এবং চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজ, অশ্বিনী আইয়ার তিওয়ারি, ইমতিয়াজ আলী, আনন্দ এল রাই, আর বালকি এবং গৌরী শিন্ডে।