আগামীতে ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ছবির জন্য ক্যামেরার পিছনে প্রচুর পরিশ্রম করছেন অভিনেতা। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী সিনেমার এক ঘনিষ্ঠ সূত্র বলছে, অভিনেতা ১৪ মাস ধরে মারাঠি ভাষা শেখায় মনোনিবেশ করেছেন। ভাষা প্রশিক্ষকের সর্বক্ষণ থাকতেন কার্তিকের সঙ্গে। তাঁর কাছ থেকে এই ভাষা সঠিক উপায়ে রপ্ত করার চেষ্টা করেছেন অভিনেতা।
গত বছর অগস্টে প্রকাশ্যে এসেছিল কার্তিকের আসন্ন ছবি চন্দু চ্যাম্পিয়নের ফার্স্ট লুক। যেখানে অভিনেতাকে ছোট চুল এবং মুখে সামান্য আঘাতের চিহ্ন সহ একটি তীব্র অভিব্যক্তি সহ ইন্ডিয়ার ব্লেজার গায়ে দেখা গিয়েছিল। আরও পড়ুন: সোহমের ছেলের জন্মদিনে বিশেষ অতিথি রাজ! হাতে করে আনলেন নাকি কোনও উপহার
‘ভুল ভুলাইয়া ২’ ছবির পরই কবীর খান পরিচালিত ছবির কাজে হাত দিয়েছেন অভিনেতা। ছবির প্রযোজনায় সাজিদ নাদিয়াওয়ালা। এই প্রথম কোনও বায়োপিকে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। গত মাসে ছবির শ্যুটিং শেষ করেছেন অভিনেতা। ২০২৪ সালের ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
ছবিটি প্যারা অলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ী ক্রীড়াবিদ মুরলীকান্ত পেটকরের বায়োপিক। ১৯৭২ সালে হাইডেলবার্গে অনুষ্ঠিত প্যারাঅলিম্পিক্সে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা জেতেন মুরলীকান্ত। পাশাপাশি আরও তিনটি বিভাগে তিনি চূড়ান্ত পর্বেও পৌঁছন। ২০১৮ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।