‘শব্দরা আমার বাগানে’, শুধু গান বা কবিতার উৎসব নয়, এটি হতে চলেছে একটি বাচিক কর্মশালা। আগামী ৮ এবং ৯ মার্চ অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানে থাকছে নানা বৈচিত্র। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই উৎসবের উদ্বোধন করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সুবোধ সরকার।
অনুষ্ঠানে সলিল চৌধুরীর শতবর্ষে একটি বিশেষ আয়োজন করতে চলেছেন ক্যালকাটা কয়্যারের শিল্পীরা। পরিচালনায় থাকবেন কল্যান সেন বরাট। এই অনুষ্ঠানে উদযাপিত হতে চলেছে জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মবার্ষিকী। লোপামুদ্রা মিত্র এবং সুমন্ত্র সেনগুপ্ত পরিচালিত ‘কুয়াশা বুকে ভেসে’ উপহার দেবে জীবনানন্দ দাশের একাধিক গান এবং আবৃত্তি।
আরও পড়ুন: হরগৌরীর পর এবার দুগ্গামণি ও বাঘ মামায় ফুগলা! দাদাগিরি খ্যাত খুদেকে দেখা যাবে কোন চরিত্রে?
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে কবিতা এবং গল্প পাঠের আসর ‘সুন্দর রহস্যময়’, যাতে অংশ নিতে চলেছেন শ্রীজাত, সুবোধ সরকার এবং প্রচেত গুপ্ত। উৎসবের বড় আকর্ষণ ‘তোমারই মাটির কন্যা’, যার কবিতায় এবং গানের যুগ্ম উপস্থাপনায় থাকবেন ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং জয়তী চক্রবর্তী।
অনুষ্ঠানে উপস্থাপিতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটক, যা উৎসর্গ করা হবে সুচিত্রা মিত্রকে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন চিকিৎসক কুনাল সরকার, কণ্ঠস্বরের সুস্থতা নিয়ে টিপস দেবেন ডঃ সোমনাথ বন্দ্যোপাধ্যায়। মঞ্চ উপস্থাপনার সহজ টিপস দেবেন মৃণাল চক্রবর্তী, আত্মবিশ্বাস বাড়ানোর রাস্তা বাতলে দেবেন তিনি।
আরও পড়ুন: থ্রিলে ভরা মার্ডার মিস্ট্রিতে এবার 'বহুরূপ'-এ সোহম! জন্মদিনে চমক দিয়ে জানালেন কী?
আরও পড়ুন: ফের সাইবার অপরাধের শিকার রণজয়! ভক্তদের সতর্ক করে কী বার্তা দিলেন গুড্ডির স্যারজি?
অনুষ্ঠানের আয়োজক তথা পরিচালক ব্রততী বন্দোপাধ্যায় এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটি সত্যি ব্যতিক্রমী একটি অনুষ্ঠান হতে চলেছে। ২ দিনব্যাপী মূল অনুষ্ঠানের আগের দিন আয়োজিত হবে বাচিক শিল্প কর্মশালা। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সোহিনী সেনগুপ্ত এবং অগ্নিকে। অভিনয়ের ক্ষেত্রে কীভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায়, তা নিয়ে কিছু সহজ টিপস দেবেন তাঁরা। সব মিলিয়ে এটি শুধু অনুষ্ঠান নয়, শিক্ষা এবং গান কবিতার মেলবন্ধনের একটি উৎসব হতে চলেছে।