গতবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসনে জিতে সবাইকে টচমকে দিয়েছিল বিজেপি। তবে তারপরে বিধানলসভা ভোটে সেই ফর্ম ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে নতুন করে কোমর কষে নেমেছিল বঙ্গ বিজেপি। এবারের ভোটে ১৯-এর ফলকে ছাপিয়ে যেতে চাইছে তারা। এরই মাঝে আজ বিজেপি সাংসদ লকেট বড় দাবি করলেন। হুগলির প্রার্থী আজ দমদমে নিজের ভোট দেন। সেখানে লকেট চট্টোপাধ্যায় বলেন, 'এবার বাংলায় বিপুল সংখ্যক মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। এমনকী তৃণমূলের লোকজনও তাদের দল নিয়ে ক্ষুব্ধ। রাজ্যে ৩০টিরও বেশি আসন পেতে চলেছে বিজেপি। ২০২৬ সালের আগেই এই তৃণমূল কংগ্রেসের সরকারের পতনের সম্ভাবনা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলেন, কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবচেয়ে খারাপ...রাজ্যে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই।' (আরও পড়ুন: কী হবে ভোটের ফল? বুথ ফেরত সমীক্ষার আগেই বাংলা নিয়ে নয়া 'বিস্ফোরণ' পিকের)
আরও পড়ুন: TMC'র শক্ত ঘাঁটি বসিরহাটে কত লিডে আছে ঘাসফুল? সন্দেশখালির ভোট সমীকরণই বা কী?
আরও পড়ুন: দমদমে পদ্ম ফোটাতে তৃণমূলের কত লিডকে ছাপিয়ে যেতে হবে BJP-কে? একনদরে ভোট অঙ্ক
আরও পড়ুন: বারাসতে TMC'র চেয়ে অনেক পিছিয়ে BJP, বিধানসভা আসন ধরে ধরে দেখুন ভোট সমীকরণ
এর আগে ভোট সপ্তমীর আগে এনডিটিভি-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অমিত শাহ দাবি করেছিলেন, চলতি লোকসভা নির্বাচনে বাংলা থেকে 'উল্লেখযোগ্য লিড' নেবে বিজেপি। এদিকে সপ্তম দফার ভোট প্রচারে বাংলায় পা রাখার আগে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বড় দাবি করেছিলেন মোদী। তাঁর কথায়, এবারের ভোটে বাংলা থেকে বিজেপি সর্বাধিক সাফল্য পেতে চলেছে। পরে দক্ষিণ কলকাতার প্রচারে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা দাবি করেছিলেন বিজেপি এবার রাজ্য থেকে ৩০টিরও বেশি আসনে জিতবে। (আরও পড়ুন: পুরুলিয়ায় BJP'র ২ লাখের লিড নেমে এসেছে হাজারে, দেখুন বিধানসভা ভিত্তিক ভোট সমীকরণ)
আরও পড়ুন: ঝাড়গ্রামে শুকিয়েছে পদ্ম, একুশের নিরিখে বিধানসভা ধরে ধরে কত লিড TMC'র?
আরও পড়ুন: ১৯-এ পদ্ম ফোটা মেদিনীপুরে লিড পেয়েছিল TMC, দেখুন বিধানসভা ভিত্তিক সমীকরণ
আরও পড়ুন: এগিয়ে থেকে BJP'র লিড উধাও বাঁকুড়ায়, বিধানসভা আসন ধরে ধরে জানুন সমীকরণ
লোকসভা নির্বাচনের শেষ দফায় বাংলার যে ৯টি আসনে ভোট হবে, গত লোকসভা নির্বাচনে তার একটিতেও জেতেনি বিজেপি। বিধানসভা ভোটেও এই ৯ কেন্দ্রের অন্তর্গত বিধানসভা আসনে পর্যদস্তু হয়েছিল গেরুয়া শিবির। তবে কলকাতা এবং আশেপাশের এলাকায় পদ্ম ফোটাতে মোদীকে নিয়ে ময়দানে নেমেছিল গেরুয়া শিবির। এই আবহে গত মঙ্গলবার কলকাতার শ্যামবাজার থেকে হেদুয়ায় স্বামী বিবেকানন্দের জন্মস্থান পর্যন্ত রোড শো করেছিলেন নরেন্দ্র মোদী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, সপ্তম দফায় কলকাতা ও আশেপাশের আসনগুলিতে এবার বিজেপি খাতা খুলতে চলেছে। শুধু তাই নয়, তাঁর দাবি, এবার তৃণমূলকে এই সব আসনে কড়া টক্কর দেবে বিজেপি।