লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতেই বিজেপিকে সন্দেশখালি কাণ্ড নিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নাম না করে কটাক্ষ করলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও।
আরও পড়ুন - ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রে বিরোধীদের মারধর - হুমকির অভিযোগ, গণনা বয়কট বাম-BJPর
পড়তে থাকুন - বিষ্ণুপুরে ধুন্ধুমার, TMC - BJP সংঘর্ষে গণনাকেন্দ্রের মাঠ যেন রণক্ষেত্র
মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আমি একটা খুশি একটা কারণে, যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা, আমার মা বোনেদের অপমান করেছে সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি।’ নিশীথের নাম না করে মমতা বলেন, ‘আমরা উত্তরবঙ্গে ওদের নাকি হোম মিনিস্টারের মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। তেমন তমলুক, কন্টাইতেও মেরুদণ্ডটা ভেঙেছে। এর রাজনৈতিক বদলা আমরা নেব।’
বলে রাখি, সন্দেশখালি কাণ্ড নিয়ে গত কয়েক মাস ধরে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি সেই বসিরহাটে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল। এমনকী সন্দেশখালি বিধানসভা এলাকাতেও তৃণমূলের কাছে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।
আরও পড়ুন - দক্ষিণবঙ্গে ভোটে ভরাডুবি, রাজ্য বিজেপিতে শেষ হবে শুভেন্দু-রাজ?
এদিনের সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদীর ইস্তফা দাবি করেন মমতা। বলেন, ‘আমি খুশি মোদীজি একক বৃহত্তম দল হতে পারেননি। উনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ওনার অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। কারণ উনি বলেছিলেন ‘ইস বার ৪০০ পার’। আমি কী বলেছিলাম, ২০০ পার হবে কি না দেখে রাখুন। কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তার টিডিপি আর নীতীশের পায়ে ধরতে হচ্ছে। এরা ইন্ডিয়াকে ভাঙতে পারবে না। দুই – তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই। ইচ্ছা মতো আইন পাশ আর পার্লামেন্টে হবে না। ইডি - সিবিআই অত্যাচার করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব।’