পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই কি হবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশন এখনও কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায়নি। উলটে এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কমিশন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন হবে ধরে নিয়েই আগাম প্রস্তুতি নিতে শুরু করল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই কোন ট্র্যাফিক গার্ড থেকে কত সংখ্যক সার্জেন্ট, এসআই এবং কনস্টেবলকে নির্বাচনের কাজে পাঠানো হবে তা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। থানাগুলিতেও লালবাজার থেকে নির্দেশ গিয়েছে।
কেন এমনটা করা হচ্ছে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত যদি রাজ্য সরকার মেনে নেয় তাহলে প্রস্তুতি লাগবে। আবার যদি সুপ্রিম কোর্ট বহাল রাখে কলকাতা হাইকোর্টের রায় তাহলে তো প্রস্তুতি লাগবেই। তাই আগাম সবদিক বিচার করে নিজেদের তৈরি করে রাখছে লালবাজার। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে লালবাজারকে মৌখিকভাবে ১২ হাজার পুলিশকর্মী প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যাবে ধরে নিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছে লালবাজার। আর লালবাজারের নির্দেশ অনুযায়ী, সার্জেন্ট, এসআই, কনস্টেবল এবং হোমগার্ডের সংখ্যা উল্লেখ করে কমিশনকে জানানো হয়েছে বলে সূত্রের খবর।
কেমন তথ্য উঠে আসছে? পুলিশ সূত্রে খবর, সার্জেন্ট, এসআই, কনস্টেবল এবং হোমগার্ড মিলিয়ে ১৫১ জন কর্মী চাওয়া হয়েছে সাউথ ট্র্যাফিক গার্ডের কাছ থেকে। হেড কোয়ার্টার্স থেকে ১২৯ জন, জোড়াবাগান ট্র্যাফিক গার্ড থেকে ১২৬ জনকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের কাজে কেন্দ্রীয় বাহিনী থাকলে তার উপরেই নির্ভর করবে কত সংখ্যক পুলিশকর্মী কাজে লাগবে। তবে কেন্দ্রীয় বাহিনী থাকবে ধরে নিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর।