বাংলা ক্রিকেটে প্রত্যাবর্তন হল ঋদ্ধিমান সাহার। দুবছরের ব্যবধানে ফের বাংলায় ফিরলেন এই বর্ষিয়ান ক্রিকেটার। কয়েক বছর আগে সিএবির এক কর্তার সঙ্গে মনোমালিন্যের জেরে দল ছেড়েছিলেন পাপালি। বিদায়টা মোটেই ভালো হয়নি বাংলার ছেলের। চলে গেছিলেন ত্রিপুরার হয়ে খেলতে, কিন্তু মান অভিমানের পালা কাটল অবশেষে বাংলাতেই ফিরলেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। দীর্ঘদিন জাতীয় দলে খেলা বাংলার এই ছেলে অন্য রাজ্যে চলে যাওয়ায়, সিএবিরও মুখ পুড়েছিল, কারণ মূলত তাঁদের কর্তার সঙ্গে বিবাদের জেরেই বাংলার এমন আইকনকে দল ছাড়তে হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চেয়ে ছিলেন ঋদ্ধিমান খেলুক বাংলাতেই। বাংলার হয়ে খেলার পাশাপাশি বেঙ্গল প্রো টি২০ লিগেও খেলতে দেখা যাবে জাতীয় দলের এই প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটারকে।
আরও পড়ুন-T20 World Cup-'নিজের দেশের বিরুদ্ধে খেলব, এরকম কিছু মনে হচ্ছে না', ভারত ম্যাচের আগে বললেন সৌরভ
এবারের আইপিএল অভিযান মোটেই ভালো যায় নি ঋদ্ধিমান সাহার। গত দুবারের তুলনায় এবার তাঁর পারফরমেন্স ছিল অত্যন্ত খারাপ। ত্রিপুরার হয়ে খেললেও, সেখানকার পরিকাঠামো বা দলের বোলারদের মান বাংলার মতো নয়। পর্যাপ্ত সুযোগ সুবিধাও কম থাকায়, তাঁর খেলাতেও প্রভাব পড়েছিল। মনোজ তিওয়ারির অবসরের পর এক বর্ষিয়ান ক্রিকেটারকে দলে পেল বঙ্গ ব্রিগেড। ঋদ্ধির বাংলায় প্রত্যাবর্তন নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘ আমরা খুব খুশি বঙ্গ ক্রিকেটে ঋদ্ধিমান সাহা ফিরে আশায়। শুধু তাই নয়, বেঙ্গল প্রো টি২০ লিগেও খেলার ইচ্ছপ্রকাশ করেছে ঋদ্ধি, ফলে এই প্রতিযোগিতার জৌলুশ আরও বাড়তে চলেছে’।
আরও পড়ুন-নেটে আঙুলে লাগল রোহিতের, অসমান বাউন্সে বিরক্ত বিরাট, ICC-কে অভিযোগ ভারতের- রিপোর্ট
উল্লেখ্য বাংলা ক্রিকেটের এই তারকাকে দেখা যাবে বেঙ্গল প্রো টি২০ লিগের দল রাশমি মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলতে। এই দল আগে বাংলার প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে মার্কি ক্রিকেটার হিসেবে বেছে নিলেও তিনি চোট পাওয়ায় অনিশ্চিত। তাঁর পরিবর্ত হিসেবেও ওপেনিংয়ের জন্য ঋদ্ধিকে দলে নিল মেদিনীপুরের দল। ফলে ওপেনিংয়ের সমস্যা তাঁদের কাটল বলা যায়। ইতিমধ্যেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বাংলায় খেলার ছাড়পত্র পেয়ে গেছেন ঋদ্ধিমান সাহা। বেঙ্গল প্রো টি২০ লিগের প্রথম মরশুমেই ঋদ্ধির মতো তারকারা খেলতে নামলে প্রতিযোগিতার আকর্ষণ বাড়বে, পাশাপাশি দলের সমর্থকও বৃদ্ধি পেতে অসুবিধা হবে না বলেই আশা করছে আয়োজকরা।
আরও পড়ুন-শাহরুখের কাছে IPL জয়টা অতটা গুরুত্বপূর্ণই নয়! ফাঁস নায়ারের, তাহলে কী?
ঋদ্ধিমান সাহার সঙ্গেই ত্রিপুরায় খেলতে গেছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনিও সম্প্রতি সেই রাজ্য সংস্থা থেকে এনওসি নিয়ে বাংলায় ফিরেছেন, ফলে সুদীপের পর ঋদ্ধির বাংলায় ফেরা ছিল সময়ের অপেক্ষা।