শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য পাকিস্তানকে অভিনন্দন - ম্যাচের দু'দিন আগেই পাকিস্তানি অভিনেতা তথা মিউজিশিয়ান আলি জাফরের সেই টুইট দেখে হকচকিয়ে গিয়েছে নেটপাড়া। আলি ভবিষ্যদ্বাণী করেছেন নাকি এবারের বিশ্বকাপে পাকিস্তানের দুর্দশা দেখে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের কটাক্ষ করেছেন; তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউ কেউ তো আবার বলতে শুরু করেছেন, কী খেয়ে টুইট করেছেন আলি? যদিও ওই টুইট নিয়ে আর কোনও মন্তব্য করেননি পাকিস্তানি অভিনেতা। যিনি শাহরুখ খানের ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় ছবি করেছেন। এছাড়াও আরও একাধিক বলিউড সিনেমায় অভিনয় করেছেন ওই অভিনেতা।
ঠিক কী টুইট করেন আলি? বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (পূর্বতন টুইটার) পাকিস্তানি অভিনেতা জাফর লেখেন, 'শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের জন্য পাকিস্তানকে অভিনন্দন।' সেই টুইটের সঙ্গে একাধিক হ্যাশট্যাগও ব্যবহার করেন জাফর। ‘#MazaAya #CricketWorldCup #WorldCup2023 #PAKvSA’ হ্যাশট্যাগ ব্যবহার করেন পাকিস্তানি অভিনেতা।
আর টুইট নিয়েই হইচই শুরু করেছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, '(আলি জাফর) কীসের নেশা করেন, সেটা জানি না।' অপর একজন বলেন, 'এত ইতিবাচক হওয়া ভালো নয়।' একইসুরে এক পাকিস্তানি নেটিজেন বলেন, 'এত আত্মবিশ্বাস?' অপর একজন বলেন, ‘দাঁড়ান, দাঁড়ান, জাফর ভাই, আপনি কি ঘুমের ঘোরে আছেন?’ একজন আবার বলেন, ‘এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেলাম।’
এমনিতে এবার বিশ্বকাপে পাকিস্তান শুরুটা ভালো করলেও ভারত ম্যাচ থেকে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। প্রথম দুটি ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। সেই হারের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি বাবর, মহম্মদ রিজওয়ানরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে। তারপর চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধেও হেরে যান তাঁরা। তারপরই দেশে তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের খেলোয়াড়রা।
আরও পড়ুন: PAK vs AFG: বাবরদের হারিয়েই ‘বোমা’ ফেললেন আফগান তারকা! কড়া আক্রমণ করলেন পাকিস্তান সরকারকে
তারইমধ্যে বিশ্বকাপে যাবতীয় ব্যর্থতার দায় বাবর এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের উপর চাপিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার পিসিবির তরফে বলা হয়েছে, ‘২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের দল গঠনের জন্য অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে পূর্ণ স্বাধীনতা এবং সহযোগিতা দেওয়া হয়েছে। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে পাকিস্তান ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নেবে বোর্ড।’