শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে নামার আগে টিম ইন্ডিয়ার অধিনায়ককে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি মনে করেন সাত মাসের মধ্যে দ্বিতীয় ফাইনালটি যদি রোহিত শর্মা হারে তাহলে তাঁকে বার্বাডোজের সমুদ্রে ঝাঁপ দিতে হবে। তবে এই কথাটি মজার ছলেই বলেছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি না সে সাত (ছয়) মাসের মধ্যে দুটি বিশ্বকাপ ফাইনাল হারতে চাইবে। তাঁর অধিনায়কত্বের সময়কালে সাত মাসের মধ্যে দুটি ফাইনাল হারলে হয়তো তিনি সম্ভবত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দেবেন।’
আরও পড়ুন… T20 WC 2024 Final: বার্বাডোজের পিচ কি ভারতীয় দলকে সাহায্য করবে? কত রান উঠতে পারে? কী বললেন দ্রাবিড়?
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ভারতের ব্যাটিং বেশ শক্তিশালী। আর বোলাররা দূরন্ত ফর্মে রয়েছেন। পরে ব্যাট করলে পস্তাতে পারে দক্ষিণ আফ্রিকা।’ অর্থাৎ চলতি বিশ্বকাপের ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে ১৩ বছর পর ফের একটা বিশ্বকাপ জিততে চাইবে ভারত। ১৯৮৩ সালে কপিল দেব গোটা বিশ্বকে চমকে দিয়ে একদিনের বিশ্বকাপ জিতেছিলেন। সেটাই ছিল টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের শুরু। তারপর ২০০৩ সালে ফাইনালে গিয়ে হারতে হয়ে ছিল ভারতকে। সেই সময় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন… IND vs SA Pitch Report: ফাইনাল হবে চার নম্বর পিচে! জেনে নিন বার্বাডোজের উইকেট কাদের সাহায্য করবে
এরপরে রোহিত প্রসঙ্গে সৌরভ আরও বলেন, ‘রোহিতের পাঁচটি আইপিএল শিরোপা জেতার রেকর্ড রয়েছে, যা একটি বিশাল অর্জন। কখনও কখনও আইপিএল জেতা আরও কঠিন। আমাকে ভুল উদ্ধৃত করবেন না, আমি বলছি না আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ভালো। কিন্তু আইপিএল জিততে হলে আপনাকে ১৬-১৭ (১২-১৩) ম্যাচ জিততে হবে। এখানে আপনাকে একটি বিশ্বকাপ জিততে ৮-৯ ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ জেতার মধ্যে সম্মান বেশি, এবং আমি আশা করি রোহিত সেটা করে দেখাবেন।’
আরও পড়ুন… South Africa Probable Playing XI: T20 WC 2024 Final ম্যাচে কি মার্করাম দলে কোনও পরিবর্তন করবেন
সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, ‘সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, দুর্দান্ত ব্যাটিং করেছে এবং আমি আশা করি এটা ফাইনাল ম্যাচেও অব্যাহত থাকবে। আশা করি ভারত সঠিক ভাবে অভিযান শেষ করবে। আমি মনে করি তাদের স্বাধীনতা নিয়ে খেলা উচিত। তারা প্রতিযোগিতার সেরা দিক হয়েছে। আমি তাদের জন্য শুভ কামনা করি, আমি তাদের জয় কামনা করি। আশা করি ফাইনালে তাদের কিছুটা ভাগ্য সহায় থাকবে কারণ এটি বড় টুর্নামেন্ট জিততে হবে।’
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই বিশ্বকাপের ফাইনাল হেরেছিল সৌরভের টিম ইন্ডিয়া। তারপর ২০০৭ সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে ধোনির ভারত। সেটাও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঘটেছিল। সেই সময়ে ভারতীয় দলের দায়িত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে শুরুতেই বাজিমাত করেছিলেন মাহি। ২০১১ সালে ধোনির হাত ধরেই দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। সেটাই ছিল শেষ। তারপর গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে যায় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ২০০৩ সালের পর ২০২৩ সালেও বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সৌরভের পর রোহিতেরও বিশ্বকাপ হাতছাড়া হয়েছে। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে কী হয় সেটাই দেখার।