রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের পরবর্তী ম্যাচের জন্য ভারত কি চার স্পিনারকে মাঠে নামাতে পারে? প্রশ্ন শুনে অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা। কারণ দলে তো চার জন স্পিনারের বিকল্পই নেই। আছেন তো কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা- এই তিন জন স্পিনার। তা হলে চার নম্বর স্পিনার এল কোথা থেকে?
আসলে বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার অনুশীলনের সময়ে চতুর্থ স্পিনার হয়ে উঠেছিলেন ভারতের বোলিং স্পিয়ারহেড জাসপ্রীত বুমরাহ। তিনি শুধুমাত্র লেগ- এবং অফ-স্পিন নিয়েই পরীক্ষা করেননি, বরং একনা স্টেডিয়ামে স্কোয়াডের শারীরিক অনুশীলনের সময় কয়েকটি বাঁ-হাতি ডেলিভারিও করেছিলেন।
স্থানীয় প্রতিভা কুলদীপ তার ঐতিহ্যবাহী ফ্লিপার এবং গুগলি বোলিং অনুশীলনের আগে কিছু কুইকার ডেলিভারিও করেছিলেন। এদিকে প্রায় এক ঘন্টা বোলিং কোচ পরশ মামব্রের সতর্ক দৃষ্টির মাঝেই মৃদু পেসে বোলিং করেন জাদেজা।
রোহিত শর্মা এবং দলের আর এক ওপেনার শুভমান গিল সহ কোচ রাহুল দ্রাবিড় প্রথমে মাঠে নেমেই লাল মাটির পিচ পরিদর্শন করেছিলেন। পিচ নিয়ে দ্রাবিড়ের উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। কারণ এই মাঠে এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি কম স্কোরিং টি-টোয়েন্টি জিততেও ভারতকে বেশ বেগ পেতে হয়েছিল।
দ্রাবিড়দের পিচ পরিদর্শনের পর একজন কিউরেটর বলেছেন, ‘তিনি (দ্রাবিড়) পিচ দেখে স্বস্তি পেয়েছেন। কারণ এটি একই পিচ নয়, যেখানে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে ভারতকে চাপে পড়তে হয়েছিল। এমন কী তিনি পিচের বাউন্স এবং স্পিন সম্পর্কেও জিজ্ঞাসা করছিলেন।’
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে ‘বুড়ো’ একাদশ বাছাই করেই বিশ্বকাপে ইতিহাস লিখল ইংল্যান্ড
এক ঘণ্টার মহড়ার পর সবাই ট্রেনিং সেশনের জন্য বি গ্রাউন্ডে চলে যায়। এক ডজনেরও বেশি স্থানীয় বোলার নেটে উপস্থিত ছিলেন। রোহিত এবং গিল কিছু জোরে বোলারদের মুখোমুখি হয়েছিলেন। নেট সেশনের সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারের কোনও পরিবর্তন হতে পারে, এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এবং সূর্যকুমার যাদবও নেটে বড় বড় শট মারছিলেন। তাঁকে ব্রিটিশদের বিরুদ্ধে রেখেই একাদশ সাজানো হবে।
রবিচন্দ্রন অশ্বিন প্লেয়িং ইলেভেনে ফিরতে পারেন। তিনি বোলিং অনুশীলন করার আগে নেটে বহুক্ষণ ব্যাটিং করেছেন। স্পিন-বান্ধব উইকেটে অশ্বিনের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ভারতকে শক্তি জোগাবে। তবে তাঁকে একাদশে রাখতে হলে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজক বাদ পড়তে হবে।
যদিও অশ্বিনকে একাদশে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন হতে পারে। তবে বুধবার বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের আট উইকেটের পরাজয়ের পর, এমন পরিবর্তনের কথা ভাবতে পারে ভারত। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল হার্দিক পান্ডিয়াকে মিস করার সুযোগ পায়নি। এবং সূর্যকুমার যাদব ও শামিকে দলে রাখা হয়েছিল। শামি পাঁচ উইকেট নিয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেম। টিম ম্যানেজমেন্টের পক্ষে তাঁকে বেঞ্চে বসানো কঠিন হবে। এদিকে সূর্য দুর্ভাগ্যবশত রানআউট হয়ে গিয়েছিলেন।