শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে নেই বাংলাদেশ দল। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের বিরুদ্ধে সহজে জয় পেলেও এরপর থেকে আর একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। নিজেদের শেষ ম্যাচে মুম্বইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাজেভাবে হারতে হয়েছে তাদের। টাইগারদের পরবর্তী ম্যাচ ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর এই ম্যাচে জিততেই হবে টাইগারদের। তবেই ক্ষীণ আশা থাকবে সেমিফাইনালে যাওয়ার। না হলে সব শেষ। এমন অবস্থায় এদিন ইডেনে স্কুলছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়েই অনুশীলন সারলেন শাকিবরা।
ডাচদের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামার আগে কচি-কাঁচাদের মুখে হাসি ফোটালেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদরা। শহরের বিভিন্ন স্কুল থেকে বেছে বেছে মোট ২০ জন ছাত্র-ছাত্রীকে আনা হয়েছিল এদিনের অনুশীলনে। ঘটনাচক্রে এদের প্রত্যেকের হয় শুনতে না হয় বলতে সমস্যা রয়েছে।
এদিনের এই স্পেশাল ইভেন্ট অবশ্য আয়োজন করা হয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে। যেখানে স্কুল ছাত্র-ছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা সারেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরা প্রত্যেকেই ক্রিকেট খেলেন। পাশাপাশি বাংলাদেশ দলের সমর্থকও রয়েছেন অনেকে। অনেকে আবার শাকিব, লিটন, মুস্তাফিজুর রহমানের অন্ধ ভক্ত।
ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়ে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তাদেরকে মূল্যবান উপদেশও দেন। এই ছাত্র-ছাত্রীদের মধ্যে থাকা কৃষ মানিক জানান, ‘আমি লিটন দাসের সঙ্গে দেখা করতে পেরে অভিভূত। আমি ওঁকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখেছি। তবে কোনওদিন সামনে থেকে দেখব ভাবিনি। এটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
উল্লেখ্য আইসিসি এবং ইউনিসেফের এই যৌথ উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'ক্রিকেট ফর গুড'। অর্থাৎ ক্রিকেট খেলার মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করাই হল আসল উদ্দেশ্য।