মুম্বই ইন্ডিয়ান্সের (MI) তারকা পেসার জসপ্রীত বুমরাহ আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ম্যাচের আগে নেট সেশনে আগুন ঝরালেন। এক অসাধারণ ইয়র্কারে ব্যাটারকে বোল্ড করে দিয়েছেন বুমরাহ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার, ৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে এই ভিডিয়োটি বেশ ভাইরাল হচ্ছে। এই ভিডিয়ো কোহলি-সল্টদের ঘুম উড়িয়ে দিয়েছে।
ইনজুরির পর মাঠে ফিরছেন জসপ্রীত বুমরাহ
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি বুমরাহর জন্য চলতি বছরের জানুয়ারির পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ হতে চলেছে। বছরের শুরুতে সিডনি টেস্টে খেলার পর পিঠের চোটে ভুগতে থাকেন জসপ্রীত বুমরাহ। এর ফলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল ২০২৫-এ MI-এর প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি।
বুমরাহর অনুপস্থিতিতে বিপর্যস্ত মুম্বই
বুমরাহকে ছাড়া মুম্বই ইন্ডিয়ান্স বড়সড় ধাক্কা খেয়েছে। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতেই তারা হেরেছে এবং বর্তমানে তারা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। ফলে বুমরাহর প্রত্যাবর্তনে মুম্বই শিবিরে স্বস্তির বাতাস বইছে এবং তারা ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছে।
আরও পড়ুন … IPL 2025: হর্ষিত রানার ‘ফ্লাইং কিস’ সেলিব্রেশন নিয়ে ফিল সল্টের ঠাট্টা! প্রাক্তনীকে খোঁচা দিলেন KKR তারকা
মুম্বই ইন্ডিয়ান্স সম্প্রতি তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে, বুমরাহ অনুশীলনে একটি নিখুঁত ইয়র্কার বল করে ব্যাটারকে আউট করছেন।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … গিল নয়, রোহিতের পরে টিম ইন্ডিয়ার T20I দলের দায়িত্ব দেওয়া হবে কাকে? কার নাম নিলেন কপিল দেব?
‘বুমরাহ থাকলেই ম্যাচ হয়ে যায় ১৬ ওভারের’ – আকাশ চোপড়া
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর সাম্প্রতিক ইউটিউব ভিডিয়োতে আইপিএল ২০২৫-এ মুম্বই বনাম বেঙ্গালুরু ম্যাচের প্রিভিউ দিয়েছেন। তিনি বলেছেন, বুমরাহ ফেরায় MI-এর বোলিং আক্রমণ অনেক শক্তিশালী হয়ে উঠবে। আকাশ চোপড়া বলেছেন, ‘জসপ্রীত বুমরাহ ফিরে এসেছে। আমাদের ছেলে ফিরে এসেছে। ও এখন খেলার জন্য তৈরি এবং খেলবেও। বেঙ্গালুরুর বিরুদ্ধে ওর রেকর্ড দারুণ। ওর অভিষেকও এই দলের বিরুদ্ধেই হয়েছিল। এই দলের বিরুদ্ধে ও ১৯ ইনিংসে ২৯টি উইকেট নিয়েছে। কোহলিকে পাঁচবার আউট করেছে। ওর প্রথম উইকেটও ছিল কোহলি, ২০১৩ সালে।’
আরও পড়ুন … IPL 2025-র মাঝে কোথায় গেলেন বরুণ চক্রবর্তী? কনস্ট্রাকশন সাইটে হার্ড হ্যাট পরে কী করছেন KKR তারকা?