Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই নির্ভর করছে ভারতের উপর। পাকিস্তান দল যদি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে রবিবার দুবাইয়ে জিততে না পারে তাহলে চাপ বাড়তেই পারে। তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলির মতে, এই ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা খুবই কম। বসিত আলির মতে এর কারণ হল এই ম্যাচে ভারত স্পষ্টতই ফেভারিট।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে। অন্যদিকে ভারত দুবাইয়ে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে তাদের অভিযান শুরু করেছে। পাকিস্তানের জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বসিত আলি বলেন, যদি পাকিস্তান ভারতকে হারায়, তবে সেটি বড় অঘটন হবে। নিজের ইউটিউব চ্যানেলে বলেন বসিত আলি বলেন, ‘পাকিস্তানের জন্য এটি একটি 'ফাইনাল ম্যাচ। ভারত পরিষ্কার ফেভারিট। যদি পাকিস্তান জেতে, তবে এটি আমার দৃষ্টিতে অঘটন হবে, কারণ পাকিস্তানের ক্রিকেট অনেক নীচে নেমে গেছে।’
বসিত আলি মজার ছলে বলেন, ‘যদি একতরফা পরাজয় হয়, তবে এবার পাকিস্তানে টিভিও ভাঙবে না, কারণ দেশে এখন প্রচণ্ড মূল্যস্ফীতি চলছে। এখন কেবল কথার লড়াই হবে।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর পাকিস্তান আরও এক ধাক্কা খেয়েছে, কারণ তাদের আক্রমণাত্মক ব্যাটার ফখর জামান ইনজুরির কারণে ছিটকে গেছেন, এবং তার পরিবর্তে ইমাম-উল-হককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাকিস্তানের ব্যাটিং অর্ডারের অনিশ্চয়তা নিয়ে বলেন বসিত আলি বলেন, ‘কে তিন নম্বরে ব্যাটিং করবে, কেউ জানে না। হয় তো উসমান খানকে ইমামের সঙ্গে ওপেন করানো হবে এবং বাবর আজম তিন নম্বরে আসবেন। কিছু একটা করতেই হবে।’
আরও পড়ুন … IND vs PAK: ভারতকে হারাতে অনুশীলনে 'সিক্রেট ওয়েপন' আনল পাকিস্তান! নেমে পড়লেন ইমামও
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে বাবর আজম ওপেনিং করছেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাবর আজমের ৯০ বলে ৬৪ রানের মন্থর ইনিংস নিয়ে সমালোচনা হয়েছে। পাকিস্তান দলের ব্যাটিং অর্ডার নিয়ে বসিত আলি বলেন, ‘ফখর জামান নেই। এখন পাকিস্তানের টপ অর্ডার একরকম একই ধাঁচের ব্যাটার দিয়ে গঠিত, যেখানে ব্যাটিং পজিশন বদলের কোনও সুযোগ নেই। তাদের ব্যাটিং তৃতীয় গিয়ারে চলছে, এবং সেখানেই চলবে। শেষ ৫-১০ ওভারে হয়তো একটু গতি বাড়তে পারে, কিন্তু তার আগে নয়।’
অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, যেখানে মহম্মদ শামি ৫৩ রানে ৫ উইকেট নিয়ে বোলিংয়ে ঝড় তোলেন এবং ওপেনার শুভমন গিল অপরাজিত ১০১ রান করেছেন। বসিত আলি মনে করেন, ভারত স্বাভাবিক ক্রিকেটই খেলবে এবং এই ম্যাচটিকে অন্য সাধারণ ম্যাচের মতোই হবে, তবে পাকিস্তানের মানসিকতা এখনও ভারতের বিরুদ্ধে যে কোনো মূল্যে জেতার দিকে মনোযোগী হবে। বসিত আলি বলেন, ‘এখন শুধু কথার লড়াই করলে হবে না, পারফরম্যান্স দিতে হবে—ব্যাট দিয়ে, বুদ্ধি দিয়ে।’
আরও পড়ুন … Champions Trophy 2025: লজ্জাজনক হারের মধ্যেই বিতর্কে জর্জরিত আফগান তারকা! পড়তে হবে শাস্তির মুখে?
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শতরান করার মাধ্যমে ফর্মে ফেরেন এবং বাংলাদেশ ম্যাচেও ৩৬ বলে ৪১ রান করেন। তবে বিরাট কোহলি সংগ্রামী ইনিংস খেলেন, যেখানে তিনি ৩৮ বলে মাত্র ২২ রান করেন। বসিত আলি ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘বিরাট পাকিস্তানের ম্যাচের জন্য অপেক্ষা করেন। এই হাই-প্রেশার ম্যাচে হয়তো সে বড় ইনিংস খেলবে।’
আরও পড়ুন … CWG Glasgow 2026: পদক বাড়াতেই হবে! কমনওয়েলথ গেমসে বাদ পড়া ইভেন্টে ফেরাতে মরিয়া ভারত
শেষে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কঠোর সমালোচনা করেন, কারণ তারা লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির তিনটি স্টেডিয়াম সংস্কারের পিছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। বসিত আলি বলেন, ‘যে টাকা স্টেডিয়াম সংস্কারে ব্যয় করা হয়েছে, তার অর্ধেক টাকা ব্যয় করলেই একটা ভালো দল গঠন করা যেত। কিন্তু দল গঠনের জন্য বুদ্ধিমত্তা দরকার। আপনার দৃষ্টিভঙ্গি কী? আপনার ভাবনা কী? আপনি একজন খেলোয়াড়ের প্রতিভা ও ভবিষ্যৎ কতদূর দেখতে পারেন? এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ।’
গ্রুপ 'এ' এর বর্তমান পরিস্থিতি অনুযায়ী, নিউজিল্যান্ড ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, ভারত সমান ২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে (নিউজিল্যান্ডের নেট রান রেট +১.২০০, ভারতের নেট রান রেট +০.৪০৮)। বাংলাদেশ ও পাকিস্তান এখনও কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি, তবে নেট রান রেটের হিসাবে বাংলাদেশ (-০.৪০৮) পাকিস্তানের নেট রান রেটের (-১.২০০) থেকে এগিয়ে রয়েছে।