ভারতীয় ক্রিকেট দলের হয়ে দুরন্ত পারফরমেন্স রয়েছে এবছরে যশস্বী জসওয়ালের। এই ব্যাটার অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে থেকেই অজি বোলাররা একটু চিন্তাতেই ছিলেন যশস্বীকে নিয়ে। তিনি যেমন একদিকে আক্রমণাত্মক ঢংয়েও ব্যাটিং করতে জানেন, তেমনই দলের স্বার্থে ধৈর্য দেখিয়ে ম্যাচ বাঁচানোর লড়াইও লড়তে পারেন, সেটাই দেখা গেছে মেলবোর্নে। যদিও তিনি ম্যাচ বাঁচাতে পারেননি।
আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
মেলবোর্নে শিরোনামে কনস্টাস-
মেলবোর্ন টেস্ট চলাকালীন প্রথম দিনেই শিরোনামে উঠে এসেছিলেন অস্ট্রেলিয়া দলের নবাগত ক্রিকেটার স্যাম কনস্টাস। বুমরাহকে এক ওভারে ১৮ রান দিতে বাধ্য করেছিলেন তিনি। এরপর বিরাট কোহলি তাঁকে গিয়ে কাঁধে ধাক্কা দেন, যা নিয়েও কম বিতর্ক হয়নি। অভিষেক টেস্টে নিজের ব্য়াটিংয়ের পাশাপাশি এই সব কারণেও শিরোনামে উঠে আসেন কনস্টাস।
যশস্বীকে বিরক্ত করেন কনস্টাস-
এরপর গোটা ম্যাচ চলাকালীনই মেলবোর্নে ক্যামেরা তাক করা ছিল কনস্টাসের দিকে। যখন বাউন্ডারিতে যাচ্ছিলেন তখন বিরাটের দেওয়া কাঁধের ধাক্কার নকল করে কোহলির মজা ওড়াচ্ছিলেন কনস্টাস। আবার ফিল্ডিং কাটতে যখন ব্যাটারের সামনে আসছিলেন,তখন টানা কথা বলে ব্যাটারকের বিচলিত করার চেষ্টা করছিলেন। যা দেখে যশস্বী তো বলেই দেন কনস্টাসকে, নিজের কাজ করতে বেশি কথা না বলে।
যশস্বী বল দিতে মারতে চেষ্টা করেন কনস্টাসকে-
এবার অস্ট্রেলিয়া দলের হয়ে মেলবোর্নে শতরান করা স্টিভ স্মিথ জানাচ্ছেন, স্যাম কনস্টাস এতটাই বিরক্ত করে দিয়েছিলেন যশস্বী জসওয়ালকে কথা বলতে বলতে, যে একটা সময় নাকি জসওয়াল রেগে গিয়ে কনস্টাসকে মারতে চেষ্টা করছিলেন। আম্পায়ারকেও যশস্বী জানান, বিরক্ত হওয়ার কথা। তারপর পন্ত তাঁকে ঠান্ডা করেছিলেন। এরপর যশস্বী একটি শটও খেলেন সজোরে যা গিয়ে লাগে কনস্টাসের গায়ে, কিন্তু ব্যাথা টের পেতে দেননি কনস্টাস।
আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
স্মিথের বড় দাবি কনস্টাস-যশস্বীকে নিয়ে-
ডেভিড ওয়ার্নার যেমন সমর্থকদের মাতিয়ে রাখতেন, কনস্টাসও তেমনই করেছেন। যা দেখে স্টিভ স্মিথ বলছেন, ‘কনস্টাস পুরো পাগল। আমার মনে হয় ও খুবই উপভোগ করেছে এমন পরিবেশ। সারাক্ষণই কিছু না কিছু বলে যাচ্ছিল, একটা সময় তো যশস্বী চাইছিল ওকে বল দিয়ে মারতে, যাতে ও চুপ করে যায়। ও দলের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস আর শক্তি এনেছে। ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এত ভালোভাবে টেস্টে ওর শুরুটা দেখে আমার খুব ভালো লাগছে ’।