অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতের মহিলা-এ দলকে। পরবর্তী ওয়ান ডে সিরিজের প্রথম ২টি ম্যাচ হারলেও তৃতীয় তথা শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। এবার মাল্টি ফর্ম্য়াট সিরিজের একমাত্র বেসরকারি টেস্টে দুরন্ত শুরু মিন্নু মনিদের।
প্রথম দিনের শেষে ম্যাচের রাশ রয়েছে ভারতের হাতেই। তবে নিজেদের ভুলেই আরও সুবিধাজনক পরিস্থিতিতে থাকা হয়নি তাদের। কেননা অস্ট্রেলিয়া-এ দলকে বাগে পেয়েও চেপে ধরতে পারেননি মিন্নুরা। একসময় দেড়শো রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল ভারত। তবে অজি টেল এন্ডাররা দলের ইনিংস ২০০ পার করান।
গোল্ড কোস্টে সিরিজের একমাত্র বেসরকারি টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ওপেনিং জুটিতে ৫০ রানের গণ্ডি টপকে যায়। তবে তার পরেই একের পর এক উইকেট হারাতে থাকে অজিরা। একসময় ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে সেখান থকে ঘুরে দাঁড়িয়ে শেষমেশ অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে তোলে ২১২ রান।
ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৭১ রান করেন জর্জিয়া ভল। ৯৫ বলের ইনিংসে তিনি ১২টি চার মারেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে মিল্টন ব্রাউন করেন ৪৯ বলে ৩০ রান। তিনি ২টি চার মারেন। আট নম্বরে ব্যাট করতে নেমে ৮৭ বলে ২৬ রান করেন কেট পিটারসন। তিনি কোনও বাউন্ডারি মারেননি। দশ নম্বরে ব্যাট করতে নেমে ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৩৫ রান করেন গ্রেস পার্সনস।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ২১ ওভারে ৫৮ রান খরচ করে ৫টি উইকেট নেন মিন্নু মনি। ২০.৫ ওভারে ৫৮ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন প্রিয়া মিশ্র। ১১ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট নেন মন্নত কাশ্যপ।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে। ১৫ বলে ৭ রান করে আউট হন প্রিয়া পুনিয়া। তিনি ১টি চার মারেন। ২৮ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন শুভা সতীশ। তিনি ৪টি চার মারেন।
প্রথম দিনে ১০৯ বলে ৪০ রান করে নট-আউট থাকেন শ্বেতা শেরাওয়াত। তিনি ৩টি চার মারেন। ৬৪ বলে ৩১ রান করেন তেজল হাসাবনিস। তিনি ২টি চার মারেন। আপাতত প্রথম ইনিংসের নিরিখে অস্ট্রেলিয়ার থেকে ১১২ রানে পিছিয়ে রয়েছে ভারতীয়-এ দল। হাতে রয়েছে ৮টি উইকেট।