গৌতম গম্ভীরের দেখানো পথে চলবেন না, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো আইপিএলের আসন্ন মরশুমের জন্য নতুন কৌশল নিয়ে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন। বর্তমানে টিম ইন্ডিয়ার প্রধান কোচের স্থলাভিষিক্ত হয়েছেন ব্র্যাভো। গত মরশুমে পর্দার আড়ালে থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গৌতম গম্ভীর। কেকেআর-কে ২০২৪ আইপিএলে চ্যাম্পিয়ন করার প্রধান কারিগরও বলা হয়েছিল গৌতিকেই। তবে গম্ভীরের ছায়া থেকে বেরিয়ে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে এগোতে চাইছেন ব্র্যাভো।
‘আমার নিজের স্টাইল আছে’
বৃহস্পতিবার কেকেআর-এর এক সাংবাদিক সম্মেলনে এসে ডোয়েন ব্র্যাভো বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা কিছু প্লেয়ারকে দলে ধরে রাখতে পারিনি। তবে আমি মনে করি, গম্ভীরের নিজস্ব স্টাইল ছিল। আমার নিজস্ব স্টাইল আছে। আমরা দু'জনেই নিজের নিজের স্টাইলে সফল।’
আরও পড়ুন: কেন রোহিত অবসর নেবেন? নিন্দুকদের মুখে ঝামা ঘষে ভারত অধিনায়ককে নিয়ে বড় দাবি করলেন প্রোটিয়া তারকা
তিনি স্পষ্ট করেছেন যে, গম্ভীরের স্টাইলকে শ্রদ্ধা করলেও, তিনি নিজের স্টাইলেই দলকে পরিচালনা করবেন। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক অবশ্য একথাও স্বীকার করেছেন যে, তিনি গম্ভীরের থেকে পরামর্শও নিয়েছেন। ব্র্যাভো দাবি করেছেন, ‘অবশ্যই, আমি ওকে (গম্ভীর) কয়েক বার মেসেজ করেছি। আমি এই মানুষগুলোর উপর খুব বেশি নির্ভর করব। কারণ ওদের একটি সফল হওয়ার পদ্ধতি ছিল। সেই পদ্ধতি অনুসরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: BCCI-এর কেন্দ্রীয় চুক্তি হারাতে পারে বেশ কিছু বড় নাম, ২ কোটির ক্ষতি হতে পারে রোহিত, জাদেজাদের
এক দল ধরে রাখার চেষ্টা
গত মরশুমে কেকেআর যে পদ্ধতিতে সাফল্য পেয়েছে, সেটি অধ্যায়ন করা এবং গ্রহণ করার উপর জোর দিতে হবে। পাশাপাশি তাঁর দাবি, দলের মূল শক্তিকে আটুট রাখা প্রয়োজন। তিনি বলেন, ‘আমি মনে করি, গত মরশুমে ও যে ভালো কাজগুলো করেছে, সেগুলি যদি ধরে না রাখি বা সেই পদ্ধগুলির ব্যবহার না করি, তবে সেটা আমার জন্য হতাশার হবে। দলের মূল শক্তি তো এখানেই রয়েছে। এটা আমাদের- কোচ, আমি, ভেঙ্কি স্যারের দায়িত্ব ছিল নিলামে গিয়ে একই দল ধরে রাখা। তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। এবং আমরা তা করতে পেরেছি।’ প্রসঙ্গত, বেঙ্কটেশ আইয়ারকে ছাড়ার পর দল এই বিস্ফোরক ব্যাটসম্যানকে নিলামে তোলার সর্বাত্মক চেষ্টা করে। কেকেআর তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে নেয়।
আরও পড়ুন: IPL জয়ের পরেও যোগ্য স্বীকৃতি আমি পাইনি… KKR-এর অবহেলা নিয়ে অভিমানী শ্রেয়স
শাহরুখ খানের প্রশংসা
ব্র্যাভো দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ছিলেন। এই অবস্থায় কেকেআর-এর সঙ্গে তাঁর যোগদান নিঃসন্দেহে বিস্ময়কর ছিল। যাইহোক, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় শাহরুখ খানের সঙ্গে কাজ করার বিষয়ে উচ্ছ্বসিত এবং কেকেআরকে লিগের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে বর্ণনা করেছেন তিনি।
ব্র্যাভোর দাবি, ‘আমি মনে করি শাহরুখের মতো একজন বস পাওয়া সত্যি ভালো বিষয়, যিনি অবশ্যই খেলায় বিনিয়োগ করেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের সৌজন্যে আমার প্রথম ওঁর সঙ্গে সম্পর্ক শুরু হয়, যখন নাইটরা প্রথম বার দল কিনেছিল। আমি বিশ্বের সবচেয়ে সুখী ব্যক্তি ছিলাম এটা ভেবে যে, ওঁর মতো কেউ ক্যারিবিয়ানে একটি দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে শুধু ক্যারিবিয়ান নয়, আমার নিজের শহরেও। আমি ত্রিনবাগো নাইট রাইডার্সকে গড়ে তুলতে সাহায্য করতে পেরেছি, সিপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি।’