২০২৪ সালের জুনে শুরু হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই টুর্নামেন্টের আগে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বমানের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার মহম্মদ শামি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তিনি জানান, বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজে খেলতে দেখা যাবে এই তারকা বোলারকে। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের আইপিএলে খেলাও তার পক্ষে কঠিন হয়েছে।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ফাস্ট বোলার সম্প্রতি হিল বা গোড়ালির অস্ত্রোপচারের জন্য লন্ডনে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানান। এখন খবর এসেছে যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা যাবে তাকে। বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘শামির অস্ত্রোপচার হয়েছে, সে ভারতে ফিরে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজে শামির ফেরার সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুন… ISL 2025-26 মরশুমেই কি ভারতীয় ফুটবলে VAR-কে দেখা যাবে! মে মাসে সিদ্ধান্ত নিতে পারে AIFF
ফলে বলা যেতে পারে যে গোড়ালির অস্ত্রোপচার থেকে সেরে ওঠা ভারতের শীর্ষস্থানীয় ফাস্ট বোলার মহম্মদ শামি চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে হোম টেস্ট সিরিজে ফিরে আসতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এমন তথ্য জানিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বাইরেই ছিলেন শামি। গত মাসে তার পায়ের গোড়ালির অস্ত্রোপচারের কারণে, তিনি ২২ মার্চ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মরশুম থেকেও বাইরে থাকবেন।
ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। সেপ্টেম্বরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের জন্য বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। জানা গিয়েছে সেই সিরিজে ফিরে আসতে পারেন শামি।
জয় শাহ মিডিয়াকে বলেছেন, ‘শামির অস্ত্রোপচার হয়েছে, সে ভারতে ফিরে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে শামির। লোকেশ রাহুলকে একটি ইনজেকশনের প্রয়োজন ছিল, তিনি পুনর্বাসন (আঘাত পুনরুদ্ধারের প্রক্রিয়া) শুরু করেছেন এবং এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) তে রয়েছেন।’
আরও পড়ুন… WPL Code of Conduct ভাঙার জন্য জরিমানার মুখে পড়লেন ইউপি ওয়ারিয়র্সের দুই ক্রিকেটার
ডান কোয়াড্রিসেপসে (উরুর পেশী) ব্যথার অভিযোগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ চারটি ম্যাচ খেলতে পারেননি কেএল রাহুল। লন্ডনে চিকিৎসার পর তিনি আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। বিসিসিআই সচিব ঋষভ পন্তের চোট থেকে সেরে ও খেলায় ফেরার বিষয়েও তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আইপিএলে ফিরতে প্রস্তুত পন্ত।
জয় শাহ বলেছেন, ‘সে ভালো ব্যাটিং করছে, তাঁকে ভালো মনে হচ্চে। আমরা শিগগিরই তাকে ফিট ঘোষণা করব। সে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে, সেটা হবে আমাদের জন্য অনেক বড় বিষয়। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’