আজব ঘটনা সন্দেহ নেই। ক্রিকেটের মাঠে দুটি দেশের মুখোমুখি লড়াই, অথচ মাঠে নামলেন ১০টি দেশে জন্ম নেওয়া ক্রিকেটাররা। এবছর টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঠিক এমন ঘটনাই চোখে পড়ে।
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামে যুগ্ম আয়োজক আমেরিকা ও তাদের প্রতিবেশী দেশ কানাডা। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্য়াচে দু'দলের ২২ জন ক্রিকেটারের জন্ম এই দু'টি দেশে নয়। বরং সাকুল্যে ১০টি দেশে জন্মানো ক্রিকেটার রয়েছেন এই দু'দলে।
আমেরিকার দলে রয়েছেন একাধিক দেশের খেলোয়াড়। ঠিক তেমনই কানাডার দলেও একাধিক দেশের প্রবাসী ক্রিকেটারের উপস্থিতি চোখে পড়ে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, আমেরিকা ও কানাডা উভয় দলেই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের সংখ্যা একাধিক।
আমেরিকা যে ১১ জনকে মাঠে নামায়, তাতে ৬টি দেশে জন্মানো ক্রিকেটার রয়েছেন। আমেরিকা ছাড়াও পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, কানাডা ও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন তাদের দলে।
অন্যদিকে কানাডা দলে রয়েছেন ৬টি দেশে জন্মানো ক্রিকেটার। আবাক করা ঘটনা হল, আমেরিকা দলে কানাডার ক্রিকেটার থাকলেও কানাডার দলে তাদের দেশে জন্মানো কোনও ক্রিকেটার নেই। অর্থাৎ, কানাডা দলে কানাডারই কোনও ক্রিকেটার নেই। আছে জামাইকা, গায়ানা, বার্বাডোজ, কুয়েত, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। আমেরিকা দলে ৩ জন ও কানাডা দলে ৪ জন, উভয় দল মিলিয়ে ভারতে জন্মানো মোট ৭ জন ক্রিকেটার মাঠে নামেন টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে।
আমেরিকা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে কোন কোন দেশে জন্ম নেওয়া ক্রিকেটারদের মাঠে নামায়:-
কানাডা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে কোন কোন দেশে জন্ম নেওয়া ক্রিকেটারদের মাঠে নামায়:-
সুতরাং, টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে দু'দলের হয়ে মাঠে নামেন আমেরিকা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা, নিউজিল্যান্ড, জামাইকা, বার্বাডোজ, গায়ানা ও কুয়েত, এই ১০ দেশে জন্ম নেওয়া ক্রিকেটারা।