ইতিহাস থেকে মোটে ৩৮ রান দূরে দাঁড়িয়েছিলেন স্টিভ স্মিথ। সিডনিতেই তিনি বসে পড়তে পারতেন রিকি পন্টিংদের পাশে। তবে সিডনির দুই ইনিংস মিলিয়েও প্রয়োজনীয় ৩৮ রান সংগ্রহ করতে পারলেন না স্মিথ। ফলে এখনই টেস্ট ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নেওয়া হল না স্মিথের।
ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩৮ রান করলেই টেস্ট কেরিয়ারে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন স্টিভ স্মিথ। তবে শেষ পর্যন্ত মাইলস্টোনের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় অজি তারকাকে। প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। সুতরাং, লক্ষ্যে পৌঁছতে দ্বিতীয় ইনিংসে মোটে ৫ রান দরকার ছিল স্মিথের।
মাইলস্টোন থেকে ১ রান দূরে থামতে হল স্মিথকে
স্টিভ সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯ বলে ৪ রান করে মাঠ ছাড়েন। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে তিনি সংগ্রহ করেন ৩৭ রান। অর্থাৎ, টেস্ট কেরিয়ারে তাঁর ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৯৯৯৯ রান। অর্থাৎ, আপাতত ১০ হাজারের মাইলস্টোন থেকে ১ রান দূরে থেমে যান স্মিথ।
রবিবার সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রসিধ কৃষ্ণার অফ-স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন স্মিথ। বল উড়ে যায় গালি অঞ্চলে। যশস্বী জসওয়াল শরীর ছুঁড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন।
সিডনি টেস্টে আর ১ রান করতে পারলেই অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূর্ণ করতেন স্মিথ। আপাতত ১১৪টি টেস্টের ২০৪টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৯৯৯৯ রান সংগ্রহ করেছেন স্টিভ। তাঁর ব্যাটিং গড় ৫৫.৮৬। স্ট্রাইক-রেট ৫৩.৫৫। তিনি শতরান করেছেন ৩৪টি। অর্ধশতরান করেছেন ৪১টি। টেস্টে স্মিথের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৩৯ রানের।
অস্ট্রেলিয়ার হয়ে ১০ হাজার টেস্ট রান করা ব্যাটাররা
এখনও পর্যন্ত অজি ক্রিকেটারদের মধ্যে টেস্টে ১০ হাজার রানের গণ্ডি টপকেছেন কেবল রিকি পন্টিং, অ্যালান বর্ডার ও স্টিভ ওয়া।
১. পন্টিং টেস্টে ১৩৩৭৮ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৪১টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৬২টি।
২. বর্ডার টেস্টে ১১১৭৪ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২৭টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৬৩টি।
৩. স্টিভ ওয়া টেস্টে ১০৯২৭ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৩২টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৫০টি।
আরও পড়ুন:- Fastest Fifty: টেস্টে ভারতের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরি, দেখুন সেরা পাঁচের তালিকা
সিডনিতে আরও ১ রান করলে স্মিথ সার্বিকভাবে বিশ্বের ১৫ নম্বর ব্যাটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁতে পারতেন। স্মিথ চলতি বর্ডার গাভাসকর ট্রফির ৫টি টেস্টের ৯টি ইনিংসে ব্যাট করতে নেমে সাকুল্যে ৩১৪ রান সংগ্রহ করেছেন। শতরান করেছেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৪০ রানের।