দ্বিতীয় দিনের একেবারে শেষ বেলায় ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। নিতান্ত চাপের মুখে ব্যাট হাতে ক্রিজে আসায় দ্বিতীয় দিনের শেষ বেলায় নিজেকে সংযত রাখেন ঋষভ। যদিও চুপচাপ ডিফেন্স করা যে ঋষভের ধাতে সয় না, সেটা জানতে বাকি নেই কারওই।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে ভারত যখন পুনরায় ব্যাট করতে নামে, প্রথম ওভার থেকেই পন্ত ইঙ্গিত দেন যে, তিনি ব্যাট করবেন পরিচিত মেজাজেই। সেই মতোই তৃতীয় দিনের প্রথম ওভার থেকেই ব্যাট চালাতে শুরু করেন তিনি। তবে রবীন্দ্র জাদেজার সঙ্গে যখন শক্তপোক্ত পার্টনারশিপ গড়ে তুলছেন বলে মনে হতে শুরু করে, ঠিক তখনই ধৈর্য্য হারান পন্ত।
তৃতীয় দিনের এক ঘণ্টার খেলা শেষ হওয়ার আগেই চিরপরিচিত আতরঙ্গি শট খেলার চেষ্টায় আউট হয়ে সাজঘরে ফেরেন পন্ত এবং ভারত আরও চাপে পড়ে যায়। ভারতীয় ইনিংসের ৫৬তম ওভারে পন্তকে ব়্যাম্প শট খেলার প্রলোভন দেন স্কট বোল্যান্ড। তিনি থার্ডম্যান বাউন্ডারিতে ফিল্ডার রেখে পন্তকে কোমরের উপরে হালটা শর্ট বল করেন।
৫৩.৩ ওভারে বোল্যান্ডের শর্ট বলে ঘুরে পুল শট খেলার চেষ্টা করেন পন্ত। তবে কানেক্ট করতে পারেননি। বল তাঁর পেটে গিয়ে লাগে এবং শট খেলার চেষ্টায় তিনি পিচে পড়ে যান। ঠিক পরের বলেই অর্থাৎ, ৫৩.৪ ওভারে ফের বোল্যান্ডের শর্ট বলে ঘুরে গিয়ে স্কুপ শট খেলার চেষ্টায় পিচে পড়ে যান ঋষভ। বল এবার তাঁর ব্যাটের কানায় লেগে ফাইন লেগের বদলে থার্ডম্যান অঞ্চলে উড়ে যায়। থার্ডম্যান বাউন্ডারিতে ফিল্ডিং করা নাথান লিয়ন ক্যাচ ধরতে ভুল করেননি।
ফলে ব্যক্তিগত ২৮ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ঋষভকে। ৩৭ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে দলগত ১৯১ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে।
মেলবোর্ন টেস্টে চাপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে ভারতীয় শিবির তাকিয়ে ছিল ঋষভ পন্তের ব্যাটে। তবে ঋষভ পন্তি দেখাতে গিয়েই এক্ষেত্রে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন পন্ত। নাহলে তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলিংকে এমন কিছু বিষাক্ত দেখাচ্ছিল না। পন্ত একটু ধৈর্য্য দেখালে বড় রানের ইনিংস গড়তে বিশেষ অসুবিধা হতো না তাঁর। পরিবর্তে তিনি বোল্যান্ডের ফাঁদে পা দিয়ে দেন বলা চলে।