টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই অজিদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল ভারতীয় দল। সৌজন্যে অবশ্যই বাংলার তারকা পেসার তিতাস সাধু। তাঁর নেওয়া চার উইকেট ভারতীয় দলের জয়ের মঞ্চ তৈরি করে দেয়।
৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন তিতাস সাধু।
শুভব্রত মুখার্জি: কয়েক দিন আগেই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিনিয়র মহিলা দলের ওয়ানডে সিরিজ। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলকে তাদের দেশেই ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে অজিরা।এমন আবহেই শুক্রবার দুই দল প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল। সেই ম্যাচে ওয়ানডে সিরিজের কার্যত উলটপুরাণ দেখা গেল। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই অজিদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল ভারতীয় দল। সৌজন্যে অবশ্যই বাংলার তারকা পেসার তিতাস সাধু। তাঁর নেওয়া চার উইকেট ভারতীয় দলের জয়ের মঞ্চ তৈরি করে দেয়। ম্যাচ জয়ের পরে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, তিন ডিপার্টমেন্টেই ভালো খেলেছি। ফিল্ডিংয়ে খুব কঠোর পরিশ্রম করছি আমরা।
ম্যাচ জিতে স্বাভাবিক ভাবেই বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। তিনি বলেন, ‘আজকে আমরা তিন ডিপার্টমেন্টেই ভালো ফল করেছি। যে মানের ক্রিকেট আমাদের থেকে আশা করা হয়েছিল, আমরা তা করতে সমর্থ হয়েছি। ফিল্ডিং এমন একটি ডিপার্টমেন্ট, যা নিয়ে আমরা খুব কঠোর পরিশ্রম করছি। এখন আমাদের দলের প্রত্যেকটি ক্রিকেটার তাদের ফিল্ডিংকে উপভোগ করছে। সেটা দেখার পর আমি খুব খুশি। আমাদের ফিল্ডিং কোচকে এর কৃতিত্ব দিতেই হবে। উনিই ঠিক করে দেন যে, ব্যাকওয়ার্ড পয়েন্টে জেমি ( জেমিমা রডরিগেজ) ফিল্ডিং করবে।প্র ত্যেকেই জানত ফিল্ডিং করতে নেমে, তাদেরকে ঠিক কি করতে হবে। আর আজকের ম্যাচে সব থেকে ভালো দিকটা হল, আমরা যে ফলাফলটা আশা করেছিলাম, সেটাই হয়েছে।’
পাশাপাশি হরমনপ্রীত কৌর আরও বলেছেন, ‘আমি বোলারদেরকে একটাই কথা বলি কঠোর পরিশ্রম করো। যতটা সম্ভব টাইট লাইন এবং লেন্থে বল করার চেষ্টা কর। ম্যাচে এই জয়ের জন্য আমাদের হেড কোচকেও কৃতিত্ব দিতে হবে। আমরা প্রায় তৃতীয় স্পিনার নিয়ে খেলা ঠিক করে ফেলেছিলাম। একেবারে শেষ মুহূর্তে আমরা একজন অতিরিক্ত সিমার খেলানোর সিদ্ধান্ত নিই। আমরা ওকে (তিতাস সাধু) পূর্ণ সমর্থন দিয়েছি। আর তার ফল আমরা পেয়েছি। আজকে আমাদের বোলিং ইউনিট যে ভাবে বোলিং করেছে, তা এক কথায় অনবদ্য। আমরা ফের এই পারফরম্যান্স করতে মুখিয়ে থাকব। পরবর্তী ম্যাচেও আমরা এই পারফরম্যান্স ধরে রাখব, সেটাই আশা রাখি।’ প্রসঙ্গত ম্যাচে ১৪ বল বাকি থাকতে নয় উইকেট হাতে রেখে বড় জয় নিশ্চিত করে ভারতীয় দল। দুরন্ত অর্ধশতরান করেন দুই ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা।