প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল কেকেআর। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচটি গতবারের চ্যাম্পিয়নদের কাছে ছিল হৃত সম্মান পুনরুদ্ধারের। উল্লেখযোগ্য বিষয় হল, সম্মন পুনরুদ্ধার করা তো দূরের কথা, হায়দরাবাদের কাছে লজ্জার হারের মুখে পড়তে হয় কেকেআরকে। আইপিএলের ইতিহাসে নিজেদের সব থেকে বড় হারের হতাশাজনক নজির গড়ে আইপিএল ২০২৫ অভিযান শেষ করে কেকেআর।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৭৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আইপিএলের সার্বিক ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম দলগত ইনিংস। এবারের আইপিএলে এটি দ্বিতীয় বৃহত্তম। আইপিএলের সার্বিক ইতিহাসে এটি কেকেআরের বিরুদ্ধে কোনও দলের সব থেকে বেশি রানের দলগত ইনিংস।
রেকর্ড সেঞ্চুরি এনরিখ ক্লাসেনের
হায়দরাবাদের হয়ে মারকাটারি শতরান করেন এনরিখ ক্লাসেন। ঝোড়ে হাফ-সেঞ্চুরি করেন ট্র্যাভিস হেড। ক্লাসেন ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৩৭ বলে। সাহায্য নেন ৬টি চার ও ৯টি ছক্কার।
আইপিএলের ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম শতরান করেন ক্লাসেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সব থেকে কম বলে সেঞ্চুরি করার সর্বকালীন নজির গড়েন। কেকেআরের বিরুদ্ধে কোনও ব্যাটারের এটিই সব থেকে কম বলে করা শতরানের সর্বকালীন রেকর্ড। শেষমেশ ৭টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন ক্লাসেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি ট্র্যাভিস হেডের
ট্র্যাভিস হেড ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪০ বলে ৭৬ রান করে মাঠ ছাড়েন। মারেন ৬টি চার ও ৬টি ছক্কা। এছাড়া অভিষেক শর্মা ৩২, ইশান কিষান ২৯ ও অনিকেত বর্মা অপরাজিত ১২ রানের যোগদান রাখেন। কেকেআরের হয়ে ৪ ওভারে ৪২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন সুনীল নারিন। ৪ ওভারে ৩৯ রান খরচ করে ১টি উইকেট নেন বৈভব আরোরা।
সব থেকে বড় হার কেকেআরের
পালটা ব্যাট করতে নেমে কেকেআর ১৮.৪ ওভারে ১৬৮ রানে অল-আউট হয়ে যায়। ১১০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে নাইট রাইডার্স। রানের নিরিখে এটি আইপিএলে কেকেরের বৃহত্তম হার। আইপিএলে এটি হায়দরাবাদের দ্বিতীয় বৃহত্তম জয়।
কলকাতার হয়ে ১৬ বলে ৩১ রান করেন সুনীল নারিন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৩ বলে ৩৭ রান করেন মণীশ পান্ডে। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। হর্ষিত রানা ২১ বলে ৩৪ রান করেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া কুইন্টন ডি'কক ৯, অজিঙ্কা রাহানে ১৫, অংকৃষ রঘুবংশী ১৪, রিঙ্কু সিং ৯ ও রমনদীপ সিং ১৩ রান করেন। খাতা খুলতে পারেননি আন্দ্রে রাসেল
হায়দরাবাদের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন জয়দেব উনাদকাট। ৩১ রানে ৩টি উইকেট নেন ইশান মালিঙ্গা। ৩৪ রানে ৩টি উইকেট নেন হর্ষ দুবে। ম্যাচের সেরা হন এনরিখ ক্লাসেন। কেকেআর ১৪ ম্যাচে সাকুল্যে ১২ পয়েন্ট সংগ্রহ করে। তারা লিগ টেবিলের ৮ নম্বরে থেকে আইপিএল ২০২৫ অভিযান শেষ করে।