তৃতীয় একদিনের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। হরমনপ্রীত কৌর ব্রিগেড সহজেই পাঁচ উইকেটে জয় তুলে নিয়েছে। প্রচুর ওভার বাকি থাকতেই টিম ইন্ডিয়ার জয়ের জন্য দেওয়া লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। ব্যাটে ম্যাচ জেতানো ধৈর্যশীল ৩৯ রানের ইনিংসের পাশাপাশি বল হাতেও রেকর্ড গড়লেন দীপ্তি শর্মা।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত-
টিম ইন্ডিয়া ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে দিল। স্মৃতি মন্ধনা এদিন রান না পেলেও ঘরের মাঠে ভারতীয় মহিলা দলকে হারানো যে সহজ কাজ নয় সেটা বুঝিয়ে দিয়েছেন হরমনপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজরা। ভারতীয় বোলারদের চাপে এমনিতেই শুরু থেকে গুটিয়েই ছিল ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপ। ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসায় অধিনায়ক।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
রেনুকার চার, দীপ্তির ছয়-
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিং করতে এসেছিল। কিন্তু রেনুকা সিং ঠাকুরের বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত খরকুটোর মতো উড়ে যান টপ অর্ডারের ব্যাটাররা। প্রথম ওভারেই জোড়া ওপেনারকে ০ রানে সাজঘরে ফেরান রেনুকা। ভারতীয় পেসারের বলে ক্লিন বোল্ট হন উইন্ডিজ অধিনায়ক হেলি ম্যাথিউজ, কিয়ানা জোসেফ উইকেটের পিছনে ধরা দেন। এরপর দিয়ান্দ্রা দটিনকেও পাঁচ রানে ফেরান রেনুকা, পরে তুলে নেন ম্যান্ডি মাংরুর উইকেট। ম্যাচে নেন ৪ উইকেট। দীপ্তি শর্মা অবশ্য সব নজর কেড়ে নেন ৬ উইকেট নিয়ে। এই নিয়ে তিনটি ফাইভ উইকেট হল নেওয়া হয়ে গেল দীপ্তির।
বোলারদের পারফরমেন্সে খুশি হরমনপ্রীত-
ব্যাটারদের রমরমার যুগেই ভারতীয় মহিলা ব্রিগেডের বোলাররা ফুল ফোটাচ্ছেন, যা দেখে বেশ খুশি হরমনপ্রীত কৌর। তাঁর কথায়, ‘যেভাবে রেনুকা বোলিং করছে, দেখে আমি সত্যিই খুব খুশি। এই ধরণের খেলাগুলোই দেখায়, মানসিকভাবে কেউ কতটা শক্তিশালী। জেমিমা আর দীপ্তি পরিস্থিতিটা ভালোভাবে সামাল দিয়েছিল, এরপর রিচা ভালোভাবেই ইনিংস শেষ করে ’।
ক্যাচ মিসে একটু অসন্তুষ্ট হরমনপ্রীত-
ভারত অধিনায়ক আরও বলছেন, ‘একসঙ্গে দল হিসেবে কঠোর পরিশ্রমের ফল এই ধরণের ইতিবাচক পারফরমেন্স। যেভাবে দলের সকলে খেলেছে, তাতেই আমি খুশি। আমাদের ফিল্ডিং কোচ সব সময় বলে ১০০ শতাংশ ক্যাচ ধরতে, কিন্তু আজ আমরা একটা ক্যাচ মিস করেছি। আশা করছি আগামী বছর আমরা আরও ভালো ফল করতে পারব’। ম্যাচের সেরা হন দীপ্তি, আর সিরিজের সেরা হন রেনুকা।