প্রস্তাবে সিলমোহর পড়ে গিয়েছিল আগেই। মুম্বই ক্রিকেট সংস্থার তরফে ঘোষণাও করা হয় বেশ কিছুদিন আগে। শেষমেশ শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামের রোহিত শর্মা স্ট্যান্ডের।
ছেলেবেলা থেকে যে স্টেডিয়ামে খেলে বড় হয়েছেন, সেখানে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন অনুষ্ঠানে রীতিমতো আবেগ বিহ্বল দেখায় রোহিতকে। সঙ্গত কারণেই অভিনন্দনের বন্যায় ভাসছেন হিটম্যান। ভারতের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন রোহিতকে।
ওয়াংখেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ। স্বাভাবিকভাবেই মুম্বই ফ্র্যাঞ্চাইজির তরফেও অভিনন্দন বার্তা পেয়েছেন রোহিত। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা তথা ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড় যেভাবে অভিনন্দন জানান রোহিতকে, সেটা নিতান্ত মজাদার সন্দেহ নেই।
মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে, যেখানে রাহুল দ্রাবিড়ের অভিনন্দন বার্তা রয়েছে রোহিতের উদ্দেশ্যে। দ্রাবিড় বলেন, ‘হে রোহিত, আমার মনে হয় যে তুমি ওই স্ট্যান্ডগুলিতে এত ছক্কা মেরেছ যে, একটা স্ট্যান্ড তোমার নামে করে দিয়েছে। যাইহোক, অনেক অভিনন্দন তোমাকে।’
দ্রাবিড় পরক্ষণেই বলেন, ‘আমি নিশ্চিত যে তুমি এমন আইকনিক মাঠে খেলতে পছন্দ করো এবং ওখানে দারুণ পারফর্ম্যান্স মেলে ধরতে চাইবে, যেমনটা তুমি করে এসেছো। আমি জানি না তুমি এমন স্বপ্ন দেখেছিলে কিনা, যে একদিন একটা স্ট্যান্ড তোমার নামে হবে। তবে সেটা এখন বাস্তব। এটা মুম্বই ও ভারতীয় ক্রিকেটে তোমার অবদানের স্বীকৃতি। তুমি এই সম্মানের যোগ্য দাবিদার। রোহিত শর্মা স্ট্যান্ডে তোমার বিস্তর ছক্কা দেখার জন্য মুখিয়ে রয়েছি।’
আরও পড়ুন:- ৭৫০ ছক্কা, ৭৫০ চার, চিন্নাস্বামীর RCB vs KKR ম্যাচে মাইলস্টোনের লড়াই রাসেল-কোহলির
শেষে দ্রাবিড় বলেন, ‘এখন তোমার একটা স্ট্যান্ড রয়েছে। তাই মুম্বইয়ে যখনই আমার টিকিটের প্রয়োজন হবে, আমি জানি কার সঙ্গে যোগাযোগ করতে হবে।’
উল্লেখ্য, ভারতীয় দলে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়ের বোঝাপড়া ছিল দুর্দান্ত। রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই ভারতের ক্যাপ্টেন হিসেবে ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ হাতে তোলেন রোহিত শর্মা। কোচ-ক্যাপ্টেন জুটিতে অল্পের জন্য ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হয় রাহুল ও রোহিতের। শেষমেশ ২০২৪ টি-২০ বিশ্বকাপের পরে ভারতের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। রোহিত অবসর নিয়ে নেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে। দ্রাবিড় ভারতের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরে রোহিত সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানিয়েছিলেন রাহুলকে।