Ranji Trophy 2024-25 Semi Final Gujarat vs Kerala: কেরলের অফ-স্পিনার জলজ সক্সেনা বৃহস্পতিবার একটি বড় অভিযোগ করেছেন। আসলে রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচের এক গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে, গুজরাটের আহত লেগ-স্পিনার রবি বিষ্ণোইয়ের বদলে সিম-বোলিং অলরাউন্ডার হেমাঙ্গ প্যাটেলকে অন্তর্ভুক্ত করা হয়। এই ঘটনাকে ‘অন্যায্য’ বলে ক্ষোভ প্রকাশ করেন জলজ সক্সেনা।
বুধবার সকালে ৪৫৭ রানে অলআউট হওয়ার পর, গুজরাট প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নেওয়ার লক্ষ্যে ব্যাট করছিল। দিনের খেলা শেষ হওয়ার পর কেরলকে বিষ্ণোইয়ের পরিবর্তন সম্পর্কে জানানো হয়। ফিল্ডিং করার সময় ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই মুখে আঘাত পান এবং তাঁর নাক থেকে রক্তপাত হতে থাকে, এরপর তিনি মাঠ ছাড়েন। সকালে সক্সেনা দুটি উইকেট নেওয়ার পর, গুজরাট পাঁচ নম্বরে হেমাঙ্গকে পাঠায়, দলের শীর্ষ রান সংগ্রাহক জয়মিত প্যাটেল এবং অধিনায়ক চিন্তন গজার আগেই।
আরও পড়ুন … দুবাইয়ে যেন CWC 2023 আবহ! Champions Trophy 2025 অভিযান শুরুর আগে ভাইরাল রোহিতের সুখি পরিবারের ছবি
কনকাশন বদলির নিয়ম অনুযায়ী ‘লাইক-ফর-লাইক রিপ্লেসমেন্ট’ হওয়া উচিত, কিন্তু হেমাঙ্গের অন্তর্ভুক্তি তেমন ছিল না বলে সক্সেনা মাঠের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দিনের খেলার শেষে সক্সেনা বলেন, ‘রবি বিষ্ণোই একজন বোলার এবং সাধারণত ৯ বা ১০ নম্বরে ব্যাট করে। কিন্তু তাঁর পরিবর্তে এমন একজন ব্যাটসম্যান নামানো হয়েছে, যিনি পাঁচ নম্বরে ব্যাট করছেন। আমি মনে করি এটি আমাদের জন্য অন্যায্য ছিল এবং সেটাই আমি আম্পায়ারকে বলছিলাম। যদি আপনি একজন ব্যাটসম্যানকেই বদলি হিসেবে নিয়েছেন, তাহলে অন্তত তাকে ১১ নম্বরে খেলান।’
আরও পড়ুন … Champions Trophy 2025: ওর মাথা ব্যথা ছিল… কেন রাচিন রবীন্দ্র PAK vs NZ ম্যাচ খেলেননি? কী বললেন কোচ?
গুজরাট বেঞ্চে থাকা তিনজন – ক্ষিতিজ প্যাটেল, উমঙ্গ কুমার এবং হেত প্যাটেল – ব্যাটিং দক্ষতার দিক থেকে হেমাঙ্গের চেয়ে এগিয়ে থাকলেও, প্রথম শ্রেণির ক্রিকেটে চার ম্যাচে ১৯.৮৫ গড় থাকা হেমাঙ্গকেই বেছে নেওয়া হয়, যা তাঁকে যোগ্য করে তুলেছিল। তবে কেরালার দৃষ্টিতে এই সিদ্ধান্ত ছিল অন্যায্য।
৪১ বলে ২৭ রান করে হেমাঙ্গ সেই সময় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং গুজরাটকে কেরালার বিরুদ্ধে লড়াইয়ে ফিরিয়ে আনতে সাহায্য করেন। দিনের শেষে গুজরাট মাত্র ২৯ রানে পিছিয়ে ছিল, যা প্রথম ইনিংসে লিড ও ফাইনালে ওঠার সুযোগ করে দেয়। সক্সেনা বলেন, ‘ও গুরুত্বপূর্ণ কিছু রান করেছিল এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে আসলে বোলার ছিল না। সে একজন ব্যাটসম্যান, যে কিছুটা বলও করতে পারে, এবং সে বিষ্ণোইয়ের যথাযথ পরিবর্তন ছিল না।’
আরও পড়ুন … Champions Trophy 2025: দুবাইয়ের বাইশ গজে রানের ঝড় উঠবে! ভারতের ম্যাচের আগে পিচ কিউরেটরের বড় ইঙ্গিত
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটেও এমন ঘটনা দেখা গিয়েছিল। ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচের সময়ে একটি বল শিবম দুবের মাথায় লাগে। ততক্ষণে ভারতের হয়ে বোর্ডে অনেকটাই রান তুলে ফেলেছিলেন শিবম। তবে বল করার সময়ে শিবমের পরিবর্তে মাঠে নামেন হর্ষিত রানা। এটাই ছিল হর্ষিতের টি টোয়েন্টিতে অভিষেক ম্যাচ। এই সময়ে দারুণ বোলিং করেন হর্ষিত। তবে ম্যাচের সময় থেকেই সকলে বলতে থাকেন শিবম দুবের কনকাশন বদলি হর্ষিত রানা কী করে হলেন? এই বিষয় নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিল। এবার সেই ঘটনাই যেন ভারতের ঘরোয়া ক্রিকেটেও দেখা গেল।