পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট পিএসএলে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিল ইসলামাবাদ ইউনাইটেড। পেশোয়ার জালমিদের তারা পরাজিত করে ২৯ রানে। গোটা ম্যাচ জুড়ে দুই দলের ব্যাটারদের তরফ থেকে আসে মারকাটারি ইনিংস। বলা যায় একেবারে বিধ্বংসী ব্যাটিংয়ের উদাহরণ তুলে ধরেছে দুই দলের ক্রিকেটাররা।
তবে এই ম্যাচে ঘটে একটি মুহূর্ত যা শুধু ক্রিকেট বিশ্বেরই নয়, প্রশংসা করেন মাঠে থাকা ক্রিকেটারাও। এমন একটি ঘটনা ঘটতে দেখা গেল যা সাধারণত খুব একটা দেখা যায় না ক্রিকেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঘটনা ঘটিয়েছেন কোনও ক্রিকেটার নয়। মাঠে থাকা এক বল বয়ের তরফ থেকে ঘটে এমন কান্ড। কি সেই কান্ড? বাউন্ডারি লাইনের পাড়ে ডাইভ দিয়ে একটি দুর্দান্ত ক্যাচ নেন এক বল বয়। এত সুন্দর ক্যাচটি সে নিয়েছে যে শেষ পর্যন্ত ইসলামাবাদের তথা নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কলিন মুনরো প্রশংসা করেন এবং তাঁকে জড়িয়ে ধরেন।
সোমবার, অর্থাৎ ৪ মার্চ, রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে ইসলামাবাদ। ব্যাট হাতে একটি বিধ্বংসী ইনিংস খেলেন দলের অধিনায়ক শাদব খান। ৫১ বল খেলে তিনি করেন ৮০ রান, যার মধ্যে রয়েছে চারটি চার ও ছটি ছয়। এরপর এমন একটা পাহাড় সমান রান তাড়া করতে নেমে বাবর আজমরা ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৭ রান। ৮৭ রানের একটি ঝকঝকে ও মারকুটে ইনিংস খেলেন আমির জামাল। তবে বল হাতেও সাদব খান একাই তোলেন তিনটি উইকেট। ম্যাচের সেরাও হন তিনি।
তবে এদিন পেশোয়ারের ইনিংস চলাকালীন ঘটে একটি মুহূর্ত যা দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেট তারকারা। সপ্তম ওভারে ফাহিম আশরাফের বলে ফাইন লেগের উপর একটি দুর্দান্ত ছক্কা হাকান আমির জামাল। যদিও সেখানে উপস্থিত ফিল্ডার কলিন মুনরো লাফ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি তাতে সফল হননি। কিন্তু বাউন্ডারি লাইনের পাড়ে একটি বল বয় দৌড়ে এসে ডাইভ দিয়ে সেই ক্যাচটি নিয়ে নেন। তা দেখে স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক হাততালি যেমন দেয়, তেমনি কলিন মুনরো গিয়ে সেই বল বয়কে জড়িয়ে ধরেন। একেবারে চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো এবং সকলেই কলিনের মানবিকতা দেখে প্রশংসা করেন।