জাতীয় দল থেকে বাংলা শিবিরে ফিরেই বল হাতে চমক মুকেশ কুমারের। মহম্মদ শামির অভাব টের পেতে দিলেন না তারকা পেসার। তবে দিল্লির বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে কার্যত একা জয় এনে দেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল।
শনিবার হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির ই-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা ও আয়ুষ বাদোনির নেতৃত্বাধীন দিল্লি। টস জিতে বাংলা দলনায়ক সুদীপ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লিকে।
দিল্লি শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ২৭২ রানের বডসড় ইনিংস গড়ে তোলে। হাফ-সেঞ্চুরি করেন হিম্মত সিং ও উইকেটকিপার অনূজ রাওয়াত। হিম্মত ৫৭ বলে ৬০ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ৬৬ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন অনূজ। তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন।
৫টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৪১ রান করেন ক্যাপ্টেন বাদোনি। বৈভব কান্দপাল ৬৭ বলে ৪৭ রানের যোগদান রাখেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। যশ ধুল ১টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৮ রান করে মাঠ ছাড়েন।
শামিকে এই ম্যাচে মাঠে নামায়নি বাংলা। তবে বল হাতে শামির অভাব টের পেতে দেননি মুকেশ কুমার। মুকেশ রিজার্ভ ক্রিকেটার হিসেবে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে ছিলেন। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিজয় হাজারে ট্রফির জন্যই মুকেশদের ছেড়ে দেয়। মুকেশ দিল্লির বিরুদ্ধে ১০ ওভার বল করে ১টি মেডেন-সহ ৬৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
সায়ন ঘোষ ১০ ওভার বল করে ১টি মেডেন-সহ ৬৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ৯ ওভারে ৪৫ রান খরচ করে ১টি উইকেট নেন কৌশিক মাইতি।
পালটা ব্যাট করতে নেমে বাংলা ৪১.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে বাংলা। ওপেন করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক পোড়েল। তিনি ১৭০ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১৩০ বলের বিধ্বংসী ইনিংসে অভিষেক ১৮টি চার ও ৭টি ছক্কা মারেন।
৫ রান করে আউট হন করণ লাল। ক্যাপ্টেন সুদীপ ঘরামি করেন ২৩ রান। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ৩৭ রানের যোগদার রাখেন। ১৫ রান করে মাঠ ছাড়েন সুদীপ চট্টোপাধ্যায়। ১৩ রানে অপরাজিত থাকেন সুমন্ত গুপ্ত।
দিল্লির হয়ে ৮ ওভারে ৪৪ রান খরচ করে ২টি উইকেট নেন আয়ুষ বাদোনি। ১টি উইকেট নেন নভদীপ সাইনি। উইকেট না পেলেও ৭ ওভারে মাত্র ২৭ রান খরচ করেন ইশান্ত শর্মা। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অভিষেক।