যেমনটা আগেই বার্তা দেওয়া হয়েছিল, সেই মতোই কাজ করা হল। দিঘায় নবগঠিত জগন্নাথ মন্দিরের নামকরণ নিয়ে আপত্তি জানিয়ে তা বদল করার অনুরোধ করল ওড়িশা সরকার। আজ (মঙ্গলবার - ৬ মে, ২০২৫) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন প্রতিবেশী রাজ্য, বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
চিঠিতে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের দিঘায় সম্প্রতি যে জগন্নাথ মন্দির গড়ে তোলা হয়েছে, তার নামকরণ নিয়ে ওড়িশা সরকার উদ্বিগ্ন ও চিন্তিত। কারণ, এই নামকরণের সঙ্গে 'অফিসিয়ালি' বা আনুষ্ঠানিকভাবে 'জগন্নাথ ধাম' শব্দবন্ধ জুড়ে দেওয়া হয়েছে।
মোহনচরণের বক্তব্য, এই নামকরণের ফলে ভক্তরা বিভ্রান্ত হতে পারেন। তাঁদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। কারণ, পুরী হল ভারতের চারধামের অন্যতম। আর, ভারতীয় সংস্কৃতিতে চারধামের মাহাত্ম্য নতুন করে কিছু বলার নেই। আমজনতা 'শ্রী জগন্নাথ ধাম' বলতে পুরীর এই শতাব্দী প্রাচীন মন্দিরকেই বোঝে। সেখানে দিঘার এই নবনির্মিত মন্দিরকেও যদি জগন্নাথ ধাম বলা হয়, তাহলে বিভ্রান্তি ছড়াতে পারে।
এই কারণেই দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরকে আনুষ্ঠানিক বা সরকারিভাবে জগন্নাথ ধাম না বলার অনুরোধ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মন্দিরের প্রচার কর্মসূচিতেও জগন্নাথ ধাম - শব্দবন্ধ ব্যবহার না করার আবেদন জানিয়েছেন তিনি।
চিঠিতে ওড়িশার মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয় সবদিক খতিয়ে দেখে নয়া মন্দিরের নামকরণের বিষয়টি পুনরায় বিবেচনা করে যথাযথ পদক্ষেপ করবে।